Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২০ জানুয়ারি ২০২৬,   মাঘ ৭ ১৪৩২

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৬, ২০ জানুয়ারি ২০২৬

বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী উদ্ধার, একজন আটক

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় প্রসাধনী সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোর সাড়ে ৩টার দিকে শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের কালীঘাট চা-বাগানের সাব পোস্ট অফিসের সামনে অভিযান চালিয়ে এসব সামগ্রী উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার সাব-ইন্সপেক্টর সজীব চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল শ্রীমঙ্গল-হরিণছড়া গামী পাকা সড়কে চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট চলাকালে একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশা থামানো হলে সেখান থেকে পালানোর চেষ্টা করেন শিপন মিয়া (২০)। পরে তাকে আটক করা হয়।

আটক শিপন মিয়া শাহিন আলমের ছেলে ও রত্না বেগমের সন্তান। তিনি শ্রীমঙ্গল উপজেলার সুন্দরখান ইউনিয়নের কুঞ্জবন গ্রামের বাসিন্দা।

পরে আটককৃত সিএনজি অটোরিকশাটি তল্লাশি করে ভেতর থেকে চারটি বড় কার্টন উদ্ধার করা হয়। এর মধ্যে তিনটি কার্টনে ভারতীয় ‘ন্যাচারাল বি ওয়ান’ কোম্পানির বিভিন্ন ধরনের ফেসিয়াল কিট পাওয়া যায়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে- পার্ল ফেসিয়াল কিট ১২টি, গ্রেপ ওয়াইন ফেসিয়াল কিট ৩টি, ডায়মন্ড ফেসিয়াল কিট ১২টি, ফাইভ ফ্রুট ফেসিয়াল কিট ১২টি, গোল্ড ফেসিয়াল কিট ১২টি। উদ্ধার করা ৫১টি ফেসিয়াল কিটের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৫৩ হাজার টাকা। এ ছাড়া অপর একটি কার্টনে পাওয়া যায় ৬৩০ পিস ‘নো স্কারস ক্রিম’, যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৮৯ হাজার টাকা।

পুলিশ জানায়, আটক ব্যক্তি উদ্ধারকৃত মালামালের পক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এ ঘটনায় ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও (আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা) জব্দ করা হয়েছে। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট আনুমানিক মূল্য দাঁড়ায় প্রায় ৬ লাখ ৯২ হাজার টাকা।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, “বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী উদ্ধারসহ একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

ইএন/এসএইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়