Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২০ জানুয়ারি ২০২৬,   মাঘ ৭ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৩:০০, ১৯ জানুয়ারি ২০২৬

আনুশকাকে ‘ম্যাম’ বলে বিব্রত তরুণ তারকা

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী ও ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলির স্ত্রী আনুশকা শর্মাকে ‘ম্যাম’ বলে সম্বোধন করে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন ভারতীয় তরুণ ক্রিকেটার হার্ষিত রানা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের রাতের একটি মজার স্মৃতির কথা জানান হার্ষিত। ট্রফি জয়ের উৎসবে সাজঘরে ঢুকেই প্রথমবার সামনে থেকে আনুশকা শর্মাকে দেখেন তিনি। স্বভাবতই সম্মান জানাতে তাঁকে ‘ম্যাম’ বলে সম্বোধন করেন হার্ষিত।

তাতেই মজা করে বিরাট কোহলি বলে ওঠেন, “এই, তুই ওকে ম্যাম বলছিস কেন? ভাবি বল।”

হঠাৎ এমন মন্তব্যে একটু অপ্রস্তুত হয়ে পড়েন হার্ষিত। পরিস্থিতি সামলাতে কোহলি নিজেই আনুশকাকে বলেন, হার্ষিত নাকি একটু আগেই তাঁর মাথায় শ্যাম্পেন ঢেলে দিয়েছেন, তাই এমনটা হয়েছে।

সাক্ষাৎকারে হার্ষিত রানা আরও বলেন, বিরাট কোহলি ভীষণ রসিক মানুষ এবং মজা করতে তিনি দারুণ ভালোবাসেন।

এই মজার ঘটনার মধ্য দিয়েই ‘বিরুস্কা’ জুটির ঘরোয়া ও প্রাণবন্ত মুহূর্ত আবারও ভক্তদের হাসির খোরাক জুগিয়েছে।

ইএন/এসএইচএ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়