নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ শাসনেও মৌলভীবাজারে মেডিকেল কলেজ হয়নি: তারেক রহমান
ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “গত দেড় দশকে মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজও না হওয়া এই অঞ্চলের প্রতি ক্ষমতাসীনদের চরম অবহেলার প্রমাণ। মানুষের মৌলিক চিকিৎসাসেবার মতো গুরুত্বপূর্ণ খাতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।”
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের আইনপুর মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “আজও চিকিৎসাসেবার জন্য মৌলভীবাজারের মানুষকে সিলেট কিংবা ঢাকায় যেতে হয়। এতে সময়, অর্থ ও জীবনের ঝুঁকির মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। দীর্ঘ সময় রাষ্ট্রক্ষমতায় থেকেও সরকার এই অঞ্চলে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপন করতে পারেনি।”
তারেক রহমান বলেন, “২০০৮ সালের পর ক্ষমতায় এসে একটি স্বৈরাচারী সরকার দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। একই সঙ্গে বহু অঞ্চলকে উন্নয়ন থেকেও বঞ্চিত করা হয়েছে। গত ১৫ বছরে মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজও প্রতিষ্ঠিত হয়নি। এটি শুধু অবহেলা নয়, বরং মানুষের জীবনের সঙ্গে প্রতারণা।”
তিনি আরও বলেন, “বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে প্রতিটি জেলার মানুষের চিকিৎসা অধিকার নিশ্চিত করা হবে। অবহেলিত ও পিছিয়ে পড়া এলাকাগুলোতে অগ্রাধিকারভিত্তিতে মেডিকেল কলেজসহ আধুনিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।”
মৌলভীবাজার জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসের রহমান।
সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা তারেক রহমানের বক্তব্যের প্রতি একাত্মতা প্রকাশ করেন এবং জনসভা সফল করতে সক্রিয় ভূমিকা রাখেন।
ইএন/এসএইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























