Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২৩:২০, ১ মে ২০২৫

ভয়েস ফর জাস্টিস সাস্ট’র মে দিবস উদ্‌যাপন

বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের নিয়ে মহান মে দিবস উদ্‌যাপন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রগতিশীল সংগঠন ‘ভয়েস ফর জাস্টিস সাস্ট’।আজ (বৃহস্পতিবার) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইউনিয়নের সদস্যদের নিয়ে সংলাপ ও মানববন্ধনের মাধ্যমে দিনটি উদ্‌যাপন করা হয়।

শ্রমজীবীরা তাদের জীবনের অভিজ্ঞতা ও সংগ্রামের কথা তুলে ধরে বলেন, দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করেও তারা শ্রম অনুযায়ী ন্যায্য পারিশ্রমিক পাচ্ছেন না। তারা সরকারি সুযোগ-সুবিধা ও ভাতার দাবি উত্থাপন করেন। তারা জানান, সাধারণ মানুষের মতো তারা সম্মানজনকভাবে জীবনযাপন করতে চান এবং সন্তানদের শিক্ষিত করে তুলতে চান। কিন্তু ন্যূনতম পারিশ্রমিকে সংসার চালানো দিন দিন দুঃসাধ্য হয়ে উঠছে।

মানববন্ধনে কর্মচারী ইউনিয়নের নেতারা বেতন কাঠামোয় গ্রেড উন্নীতকরণ, ৮ ঘণ্টা কর্মঘণ্টার ভিত্তিতে উপযুক্ত পারিশ্রমিক এবং প্রাপ্য পাওনা নিশ্চিত করার দাবি জানান।

‘ভয়েস ফর জাস্টিস সাস্ট’এ র সভাপতি মো.মমিনুর রশিদ শুভ বলেন, “দেশের সংকটময় সময়ে যারা নিজেদের শ্রম দিয়ে রাষ্ট্র গঠনে ভূমিকা রাখেন, তারাই সবচেয়ে বেশি বঞ্চনার শিকার হচ্ছেন। রাষ্ট্র যেন শ্রমিকদের শ্রমের মূল্য দেয়, ৮ ঘণ্টার কাজের জন্য ন্যায্য মজুরি নিশ্চিত করে এবং সম্মানজনক জীবনযাত্রা গঠনের পরিবেশ তৈরি করে—এটাই আমাদের দাবি।”

তিনি আরও বলেন, শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কণ্ঠস্বর হিসেবে কাজ করাই ‘ভয়েস ফর জাস্টিস সাস্ট’-এর প্রধান লক্ষ্য।

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়