Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

প্রকাশিত: ০৫:২৭, ২০ জুন ২০১৯
আপডেট: ০৫:২৮, ২০ জুন ২০১৯

অস্ট্রেলিয়ার মুখোমুখি উজ্জীবিত বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের সেমিফাইনালের লড়াইয়ে বেশ ভালোভাবে টিকে থাকার জন্য উজ্জীবিত টাইগররা  (বৃহস্পতিবার) শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবেন। পরিসংখ্যানে এখন পর্যন্ত মাত্র একবার অসিদের বিপক্ষে জয় পেলেও, সকল অতীত ভুলে আজ আরও একবার অস্ট্রেলিয়া বধের নবতর কাব্য রচনা করতে চান মাশরাফিরা।  এক নজরে এই দুই দলের মুখোমুখি লড়াইয়ের সে পরিসংখ্যান জেনে নেয়া যাক : ১. ওয়ানডে ক্রিকেটে ২০বারের মুখোমুখি দেখায় বাংলাদেশের ১ জয়ের বিপরীতে অস্ট্রেলিয়ার জয় ১৮ ম্যাচ। অন্য ম্যাচটি পরিত্যক্ত হয়। ২. বিশ্বকাপে ৩ দেখায় অস্ট্রেলিয়ার জয় ২ ম্যাচে। ২০১৫ বিশ্বকাপে বাকি ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হয়ে যায়। ৩. সর্বোচ্চ দলীয় স্কোর : বাংলাদেশ : ২৯৫/৬, ২০১১, ঢাকা অস্ট্রেলিয়া : ৩৬১/৮, ২০১১, ঢাকা ৪. দলীয় সর্বনিম্ন স্কোর : বাংলাদেশ : ৭৪, ডারউইন, ২০০৮ অস্ট্রেলিয়া : ১৯৮/৫, ডারউইন, ২০০৮ ৫. বড় জয় : বাংলাদেশ- ৫ উইকেট অস্ট্রেলিয়া- ১৮০ রান এবং ১০ উইকেট ৬. ব্যক্তিগত সর্বোচ্চ রান : হাবিবুল বাশার- ২৮৯ রান অ্যাডাম গিলক্রিস্ট- ৪৪৪ রান ৭. ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস : মোহাম্মদ আশরাফুল- ১০০ রান শেন ওয়াটসন- ১৮৫ রান ৮. সর্বোচ্চ ছয় : তামিম ইকবাল- ৬টি শেন ওয়াটসন- ২০টি ৯. সর্বোচ্চ হাফ সেঞ্চুরি : তামিম ইকবাল- ৩টি অ্যাডাম গিলক্রিস্ট- ৫টি ১০. সবচেয়ে বেশি উইকেট : মাশরাফি বিন মর্তুজা- ১৫ উইকেট ব্র্যাড হগ- ১৮ উইকেট ১১. সেরা বোলিং : আব্দুর রাজ্জাক- ৩/৩৬ অ্যান্ড্রু সায়মন্ডস- ৫/১৮ ১২. সবচেয়ে বেশি ম্যাচ : মাশরাফি বিন মোর্ত্তজা- ১৫ রিকি পন্টিং- ১৪ ১৩. সর্বোচ্চ ডিসমিসাল : খালেদ মাসুদ- ৪টি অ্যাডাম গিলক্রিস্ট- ২৭টি। তবে, এবার বাংলাদশ দল বেশ উজ্জীবিত আশাবাদী এং অন্যরকম স্বপ্ন সামর্থ নিয়ে নিজের সেরাটা দিয়েই জয় ছিনিয়ে আনতে সক্ষম হবেন বলা যায়। এসএ/ইএন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়