Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

প্রকাশিত: ১১:০৮, ১ জুন ২০১৯
আপডেট: ১১:০৯, ১ জুন ২০১৯

আজ পবিত্র লাইলাতুল ক্বদর

আইনিউজ ডেস্ক: আজ শনিবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর। রাতটি মুসলমান সম্প্রদায়ের কাছে বিশেষ তাৎপর্যমন্ডিত একটি রজনী। সারাদেশে যথাযথ ধর্মীয় মর্যাদায় রাতটিতে ইবাদত বন্দেগী করেন ধর্মপ্রাণ মুসলিমরা পবিত্র কোরআনের সুরা ‘আল-কদরে’ লাইলাতুক ক্বদরের রাতকে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত বলে ঘোষণা করেছেন মহান আল্লাহ। যারা সূর্যাস্তের পর থেকে পরদিন সূর্যোদয় পর্যন্ত ইবাদত-বন্দেগী করবে তারা হাজার মাসের ইবাদতের সওয়াব পাবে, তাদের উপর বর্ষিত হবে আল্লাহ’র রহমত ও শান্তি।' মাহে রমজানের এই রাতেই মানবজাতির জন্য সার্বিক দিকনির্দেশনা, কল্যাণ ও তাদের জীবনবিধান হিসেবে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মজিদ নাজিল করেন। মুসলমানরা নফল নামাজ, পবিত্র কোরআন তেলওয়াত, জিকির, দরুদ ও আল্লাহর বিধানের আলোচনা শোনার মাধ্যমে রাতটি অতিবাহিত করবেন। এই রাতে মুসলমানরা মসজিদে ও ঘরে ঘরে মহান আল্লাহ’র গুণগান এবং তার প্রতি বিনীতভাবে অবনত মস্তকে নতজানু হন। মৃত প্রিয়জনদের কবরের পাশে গিয়ে তাদের জন্য মহান আল্লাহর তাআলার কাছে মাগফিরাত (ক্ষমা ও তাদের আত্মার শান্তি) কামনা করেন অনেকেই। ফজিলতপূর্ণ রাত হওয়ায় মুসলমানরা এই রাতে মহান আল্লাহর কাছে নিজেদের জন্য দুনিয়া ও আখেরাতের কল্যাণ কামনা করার পাশাপাশি দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহ’র জন্য ঐক্য, সমৃদ্ধি ও শান্তি কামনা করে আল্লাহর কাছে প্রার্থনা করেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয়ভাবে রাতটি যথাযথ ধর্মীয় মর্যাদায় অতিবাহিত করতে মাগরিব থেকে ফজর পর্যন্ত নানা ধর্মীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে। লাইতুল কদরের পরদিন সারাদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এইচএ/ ইএন 
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়