প্রকাশিত: ০৮:৪৫, ১৯ জুন ২০১৯
আপডেট: ১১:৩৫, ১৯ জুন ২০১৯
আপডেট: ১১:৩৫, ১৯ জুন ২০১৯
১৭ ছক্কায় বিশ্ব রেকর্ড মরগানের
স্পোর্টস ডেস্ক: ইংলিশ অধিনায়ক অইন মরগান মাত্র ৫৭ বলেই আফগানিস্তানের বিপক্ষে তুলে নিলেন দুর্দান্ত এক সেঞ্চুরি। বিশ্বকাপের চতুর্থ দ্রুততম ও ইংল্যান্ডের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়া মরগান এই ম্যাচে করেছেন আরও বেশ কয়েকটি কীর্তি। তবে তিনি কল্পনাও করতে পারেন নি ৭১ বলে ১৭ ছক্কা মারতে পারবেন এমন টা।
রশিদ খানদের তুলোধুনো করা এই ইনিংসের পর সংবাদ সম্মলনে মরগান জানালেন, ব্যাট হাতে এমন কিছু করবেন সেটা তিনি নিজেও কল্পনা করেননি!
মরগান জানালেন, ব্যাট হাতে এমন বিধ্বংসী হয়ে উঠবেন সেটা তিনি কল্পনাতেও ভাবেননি, ‘আমি কখনোই ভাবিনি দিনটা এভাবে আমার হয়ে যাবে! বয়স হয়েছে আমার, পিঠের ব্যথাও আছে। এই অবস্থায় এরকম একটা ইনিংস খেলার কথা তো কল্পনাই করা যায় না! দিনটা আসলেই বিশেষ কিছু ছিল আমাদের জন্য। আফগানদের সাথে লড়াইটা সহজ হবে না জানতাম, তারা অনেক প্রতিভাবান দল। বড় টুর্নামেন্টে এমন পারফর্ম করতে পেরে দারুণ খুশি আমরা।’
অইন মরগানের ফিফটি এসেছিল ৩৬ বলে। পরের ৫০ রান এলো মাত্র ২১ বলে। বিশ্বকাপের চতুর্থ দ্রুতত্ম ও ইংল্যান্ডের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন মরগান।
৭১ বলে ১৪৮ রানের ইনিংস খেলার পথে মরগান মেরেছেন ১৭টি ছয়। ওয়ানডেতে এক ইনিংসে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড এখন মরগানেরই। এই ১৭ ছয়ের ৭টিই মেরেছেন রশিদের বলে। ৯ ওভার বল করে রশিদ দিয়েছেন ১১০ রান, যা ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ খরুচে বোলিং। সব মিলিয়ে ইংল্যান্ডের ইনিংসে ছয় ছিল ২৫টি, এটাও রেকর্ড।
মরগানের এমন ব্যাটিংয়ে মুগ্ধ সতীর্থরাও। মার্ক উড বলছেন, মরগানের ব্যাটিংয়ের সময় ব্যালকনিতে দাঁড়িয়েই খেলা দেখেছেন সবাই, ‘আমাদের ব্যাটসম্যানরা সবসময়ই আক্রমণাত্মক। রুট-বেইরস্টো যখন ব্যাটিং করছিল তখন মনে হচ্ছিল ২৮০-৩১০ রানের মতো হবে। এরপর মরগান এসে সবকিছু বদলে দিল। আমরা সবাই তার ব্যাটিংয়ে উচ্ছ্বসিত ছিলাম। ইনজুরি নিজেও সে দুর্দান্ত ব্যাটিং করেছে। আমরা সবাই ব্যালকনিতে দাঁড়িয়েই তার ব্যাটিং উপভোগ করেছি।’
এসটি/ইএন
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের
সর্বশেষ
জনপ্রিয়