Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

হেলাল আহমেদ

প্রকাশিত: ১৬:০৩, ৩ ডিসেম্বর ২০২২

আজ ক্যারিয়ারের ১০০০তম ম্যাচ খেলবেন মেসি

আজ রাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমে ১০০০তম ম্যাচটি খেলবেন মেসি।

আজ রাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমে ১০০০তম ম্যাচটি খেলবেন মেসি।

লিওনেল মেসিকে শুধু আর্জেন্টিনার বললে ভুল হবে। মেসি যেন গোটা ফুটবল বিশ্বের। যারাই ফুটবল ভালোবাসেন বা বুঝেন তারা মেসিরও অনুরক্ত। সেই মেসি আর রেকর্ড একে অন্যের পরিপূরক। কাতার বিশ্বকাপে খেলতে নেমে এরইমধ্যে কয়েকটি রেকর্ড করেছেন তিনি।

আজ রাত ১টায় আরেকটি। এই ম্যাচে খেলতে নেমে ক্যারিয়ারের ১০০০তম ম্যাচ খেলার রেকর্ডটিও স্পর্শ করবেন এই ফুটবল জাদুকর।

আজ (শনিবার) লিওনেল মেসির জন্য স্মরণীয় হতে যাচ্ছে নানা কারণে। ক্যারিয়ারের এক হাজার ম্যাচ খেলার পাশাপাশি কাতার বিশ্বকাপের নক আউট পর্বে আর্জেন্টিনার প্রথম খেলা আজ। লিওকে শিরোপাজয়ী তারকা বানাতে মরিয়া আর্জেন্টিনা আজ যদি হেরে যায় হয়তো বিশ্বকাপ জেতা ইচ্ছা অপূর্ণই থেকে যাবে অতিমানব এই ফুটবলারের।

কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে আজকের ম্যাচ জিতলেই পরের রাউন্ডে (কোয়ার্টার ফাইনাল) চলে যাবে আর্জেন্টিনা। শেষ আটে চলে যাওয়া মানেই বিশ্বকাপের ট্রফি জেতার আরেকটু কাছে চলে যাওয়া। আর তাই আজকের খেলাটি আর্জেন্টিনা তথা মেসির জন্য স্মরণীয় হয়ে থাকবে।

কাতার বিশ্বকাপে শেষ ষোলোর লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ মাঠে নামলেই এক হাজারি ক্লাবে ঢুকে পড়বেন মেসি। পেশাদার ক্যারিয়ারে আজকের ম্যাচটি তার ১০০০তম ম্যাচ।

আর্জেন্টিনার জার্সিতে আজ ১৬৯তম ম্যাচ খেলতে নামবেন মেসি। ক্যারিয়ারে তিনি সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন বার্সেলোনার হয়ে (৭৭৮)। বর্তমান ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনে লিও মাঠে নেমেছে ৫৩বার।

মেসিকে ঘিরেই এবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে আর্জেন্টিনা। চলতি বিশ্বকাপে বেশ ভালো ছন্দেও আছেন আর্জেন্টাইন জাদুকর। গোল করেছেন দুটি।

আইনিউজ/এইচএ

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

 
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়