Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:২৭, ১২ ডিসেম্বর ২০২২

কাতারের দৃষ্টিনন্দন ৯৭৪ স্টেডিয়াম, আসতে পারে বাংলাদেশে!

স্টেডিয়াম ৯৭৪। ছবি- সংগৃহীত

স্টেডিয়াম ৯৭৪। ছবি- সংগৃহীত

ফিফা বিশ্বকাপের এবারের আসরের খেলার জন্য কাতার ৮টি স্টেডিয়াম নির্মাণ করেছে। এসব স্টেডিয়ামের সবগুলোই দৃষ্টিনন্দন এবং অভিনব কায়দায় তৈরি। স্টেডিয়ামগুলোর মধ্যে ৯৭৪ নামের স্টেডিয়ামটি সম্পূর্ণ কন্টেইনার দিয়ে তৈরি। এই স্টেডিয়ামটি যেকোন দেশকে অনুদান হিসেবে দেয়া কথা জানিয়েছে কাতার। স্থানান্তরযোগ্য এই স্টেডিয়ামটি অনুদান হিসেবে নিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

স্টেডিয়ামটি অনুদান হিসেবে পেতে কাতার দূতাবাসের মাধ্যমে সরকারী পর্যায়ে বাফুফে এরই মধ্যে আনুষ্ঠানিকভাব অনুরোধ করেছে বলেও গণমাধ্যমকে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম।

অভিনব এক স্টেডিয়াম ৯৭৪। নির্মাণ কাজ শুরুর সময় এ স্টেডিয়ামের নাম ছিল রাশ আবু আবুদ নামে। দোহা থেকে ১০ কিলোমিটার পূর্বে পারস্য সাগরের তীর ঘেঁষে নির্মাণ করা স্টেডিয়ামের নাম পরে দেওয়া হয় ৯৭৪। মোট ৯৭৪টি শিপিং কন্টেনার দিয়ে তৈরির কারণেই এই স্টেডিয়ামের নাম দেওয়া হয়েছে স্টেডিয়াম ৯৭৪। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এটিই প্রথম অস্থায়ী স্টেডিয়াম।

২২ নভেম্বর মেক্সিকো ও পোল্যান্ডের ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিষেক হয়েছিল এই অভিনব স্টেডিয়ামের। ব্রাজিল ও সুইজারল্যান্ড এবং আর্জেন্টিনা ও পোল্যান্ডের ম্যাচসহ ৭টি খেলা হয়েছে এই স্টেডিয়ামে।

মডিউলার স্টিল ও শিপিং কন্টেনার দিয়ে তৈরির কারণেই বিশ্বকাপের শেষে সহজেই ভেঙে ফেলা যাবে এই স্টেডিয়াম। স্টেডিয়াম ভাঙার সময় যাতে দূষণ না হয়, সেটা নিয়ে আলাদা ভাবনাও নিয়েছে কাতার প্রশাসনের। এমন কী প্রয়োজনে ওই কন্টেনার পুনরায় ব্যবহারও করা যাবে। এমন কী দরকার পড়লে অন্য দেশেও স্থানান্তর করা যাবে।

১৮ ডিসেম্বর বিশ্বকাপ যুদ্ধের মেগা ফাইনাল। সেই ম্যাচ আয়োজিত হওয়ার পরেই এই স্টেডিয়াম ভেঙে ফেলা হবে! তার পর একে একে খুলে ফেলা হবে কন্টেনারগুলো। সেই কন্টেনারগুলো জাহাজে চড়ে চলে যাবে উন্নয়নশীল কোনও দেশে। সেই সব দেশের খেলাধুলার উন্নয়নে সরঞ্জাম হিসেবে ব্যবহৃত হবে স্টেডিয়াম ৯৭৪-এর এই কন্টেনারগুলো। টুইট করে সেটা জানিয়ে দিয়েছে ফিফা। তারা এই স্টেডিয়ামের একটি ভিডিয়ও দিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ফিফার এই সুযোগটি নিতে চায় বাফুফে। এবারে দেখা যাক, কাতার থেকে অভিনব এবং দৃষ্টিনন্দন এই স্টেডিয়াম ৯৭৪ বাংলাদেশে সত্যই আসে কি-না।

আইনিউজ/এইচএ

৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়