Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

হেলাল আহমেদ

প্রকাশিত: ১২:০৩, ১২ ডিসেম্বর ২০২২

নিজের বড় স্বপ্ন ভেঙে যাওয়ার কথা জানালেন রোনালদো

পর্তুগালের ফুটবল তারকা খ্রিশ্চিয়ানো রোনালদো

পর্তুগালের ফুটবল তারকা খ্রিশ্চিয়ানো রোনালদো

দুঃখজনকভাবে গতকাল স্বপ্ন শেষ হয়ে গেছে, তাপের প্রতি প্রতিক্রিয়া জানানোর যোগ্য নয়। আমি শুধু তোমাদের সবাইকে জানাতে চাই যে অনেক কিছু বলা হয়েছে, অনেক লেখা হয়েছে, অনেক কিছু অনুমান করা হয়েছে, কিন্তু পর্তুগালে আমার অবস্থা এক মুহূর্তের জন্যও পরিবর্তিত হয়নি। সবার উদ্দেশ্য নিয়ে লড়াই করে আমি সবসময় এক ছিলাম এবং আমার সহকর্মীদের ও দেশের দিকে কখনও মুখ ফিরিয়ে নেব না।

উড়ন্ত মরক্কোকে থামানোর বদলে তাদের কাছেই ১-০ গোলে হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন চূর্ণবিচুর্ণ হয়ে গেছে পর্তুগালের। খ্রিশ্চিয়ানো রোনালদো এই দলেরই একজন সুপার স্টার ফুটবলার। পর্তুগালের সাথে সাথে মরক্কোর বিপক্ষের হারে ভেঙে গেছে রোনালদোর ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বপ্নটিও। এজন্য অঝোরে কেঁদেছেনও ফুটবলের এই তারকা।

ম্যাচ শেষ রোনালদোকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কম আলোচনা হয়নি। সিআর সেভেনের সাথে জাতীয় দলের কোচের সম্পর্কের উত্তাপ নিয়েও কথা চলেছে সমানতালে। তবে সব কথার সারকথা বড় স্বপ্নটি অধরাই থেকে গেছে রোনালদোর। এজন্যই হয়তো নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ভেঙে যাওয়া বড় স্বপ্নের কথা নিজে জানালেন এই তারকা। নিচে আইনিউজের পাঠকের জন্য খ্রিশ্চিয়ানো রোনালদোর লেখাটি হুবুহু তোলে ধরা হল-

পর্তুগালে বিশ্বকাপ জেতা আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় এবং সবচেয়ে উচ্চাভিলাষী স্বপ্ন ছিল। সৌভাগ্যবশত পর্তুগাল সহ আন্তর্জাতিক মাত্রা অনেক শিরোপা জিতেছি, কিন্তু বিশ্বের মধ্যে আমাদের দেশের নাম সর্বোচ্চ পর্যায়ে রাখা ছিল আমার সবচেয়ে বড় স্বপ্ন।

আমি এর জন্য লড়াই করেছি। আমি এই স্বপ্নের জন্য কঠোর পরিশ্রম করেছি। ১৬ বছরের বেশি সময় ধরে আমি যে ৫টি খেলায় স্কোর করেছি, সবসময় মহান খেলোয়াড়দের পাশে এবং লক্ষ লক্ষ পর্তুগিজদের সমর্থন দিয়ে, আমি আমার সব দিয়ে দিয়েছি। এই সব কিছু মাঠে ছেড়ে দাও। আমি কখনো লড়াই এর দিকে মুখ ফেরাও নি এবং আমি সেই স্বপ্নকে কখনো হাল ছাড়ি নি।

দুঃখজনকভাবে গতকাল স্বপ্ন শেষ হয়ে গেছে, তাপের প্রতি প্রতিক্রিয়া জানানোর যোগ্য নয়। আমি শুধু তোমাদের সবাইকে জানাতে চাই যে অনেক কিছু বলা হয়েছে, অনেক লেখা হয়েছে, অনেক কিছু অনুমান করা হয়েছে, কিন্তু পর্তুগালে আমার অবস্থা এক মুহূর্তের জন্যও পরিবর্তিত হয়নি। সবার উদ্দেশ্য নিয়ে লড়াই করে আমি সবসময় এক ছিলাম এবং আমার সহকর্মীদের ও দেশের দিকে কখনও মুখ ফিরিয়ে নেব না।

এখনকার জন্য আর বেশি কিছু বলার নেই। ধন্যবাদ পর্তুগাল। ধন্যবাদ কাতার স্বপ্নটা সুন্দর ছিল যতদিন টিকে থাকে... এখন, এটা আশা করা হচ্ছে যে আবহাওয়া ভালো উপদেষ্টা হবে এবং প্রত্যেককে তাদের নিজেদের সিদ্ধান্ত নিতে অনুমতি দেবে।

আইনিউজ/এইচএ

৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়