Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ১৯:৪০, ৭ জুন ২০২৪

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা লাইভ স্কোর খেলা

আজকে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর আজকে মাঠে মুখোমুখি হবে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা লাইভ। আপনারা সরাসরি আজকের খেলা দেখতে চাচ্ছেন তারা এখান থেকে দেখে নিতে পারেন খুব সহজে। 

বাংলাদেশের খেলোয়াড়দের তালিকা 

বাংলাদেশ ক্রিকেট স্কোয়াড নিয়ে রয়েছে বেশ তর্ক বিতর্ক। শুধুমাত্র এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের নয় বিগত ম্যাচগুলোতেও এমন হয়েছে। এখানে রয়েছে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান এবং ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করছে নাজমুল হোসেন শান্ত। এছাড়াও রয়েছেন আরো অন্যান্য ক্রিকেটাররা। চলুন নিজে থেকে এই পূর্ণাঙ্গ তালিকা দেখে নেই এখন।

নাজমুল হোসেন শান্ত
বাম হাতি ব্যাটসম্যান

তানজিদ হাসান
বাম হাতি ব্যাটসম্যান

তৌহিদ হৃদয়
ডান হাতি ব্যাটসম্যান

আফিফ হোসেন
বাম হাতি ব্যাটসম্যান • অফ স্পিন ডান হাতি বোলার

মাহেদী হাসান
ডান হাতি ব্যাটসম্যান • অফ স্পিন ডান হাতি বোলার

মাহমুদুল্লাহ রিয়াদ
ডান হাতি ব্যাটসম্যান • অফ স্পিন ডান হাতি বোলার

সাকিব আল হাসান
বাম হাতি ব্যাটসম্যান • অফ স্পিন বাম হাতি বোলার

সৌম্য সরকার
বাম হাতি ব্যাটসম্যান • মিডিয়াম পেস ডান হাতি বোলার

জাকের আলী
ডান হাতি ব্যাটসম্যান

লিটন দাস
ডান হাতি ব্যাটসম্যান

হাসান মাহমুদ
ফাস্ট মিডিয়াম ডান হাতি বোলার

মুস্তাফিজুর রহমান
ফাস্ট মিডিয়াম বাম হাতি বোলার

রিশাদ হোসেন
লেগ স্পিন ডান হাতি বোলার

শরিফুল ইসলাম
মিডিয়াম ফাস্ট বাম হাতি বোলার

তানভীর ইসলাম
অফ স্পিন বাম হাতি বোলার

তানজিম হাসান সাকিব
মিডিয়াম পেস ডান হাতি বোলার

তাসকিন আহমেদ
ফাস্ট ডান হাতি বোলার

 বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা লাইভ স্কোর খেলা 

এই ম্যাচের লাইভ সরাসরি দেখানো হবে আমাদের এই পত্রিকা থেকে। আপনারা যারা লাইভ খেলা উপভোগ করতে চান তারা অবশ্যই এখান থেকে দেখে নিবেন। যদিও বাংলাদেশের বিভিন্ন স্পোর্টস টিভি চ্যানেলগুলোতে দেখানো হবে। কিন্তু যারা বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে টিভি থেকে দূরে থাকেন তারা এখান থেকে দেখতে পারবেন খুব সহজভাবে। এখানে শুধুমাত্র কয়েক এমপি দিয়ে দেখতে পারবেন এবং টিভি চ্যানেলের মত স্কোর দেখার সুযোগ পাবেন। 

যাইহোক এই খেলা দেখার পাশাপাশি আপনাদেরকে একটি পরিসংখানের তথ্য দিব। কারণ খেলা দেখার পূর্বে যদি ওই দয়ালের পরিসংখ্যান জানা থাকে তাহলে অবশ্যই আপনারা স্বাচ্ছন্দ বোধ করবেন আরো বেশি। এবারে যে দুটি দল পারফরম্যান্স করছে তারা উভয়েই দেশ শক্তিশালী দুটি দল। বাংলাদেশের যেমন শক্তিশালী দল ঠিক তেমনভাবে শ্রীলঙ্কাও একটি শক্তিশালী দল। একে অপরের বিপক্ষে যতগুলো ম্যাচ খেলেছে এ পর্যন্ত এই দুটি দল তার মধ্যে বেশিরভাগ জয়লাভ করতে পেরেছেন বাংলাদেশ। অন্যদিকে শ্রীলংকা ও তুলনামূলকভাবে এগিয়ে রয়েছে সাম্প্রতিক সময়ে। ধরতে গেলে অনেকটা বাংলাদেশের টাইগার এবং শ্রীলংকার সিংহের মতোই। অর্থাৎ বাঘ সিংহ হওয়ার মতোই কঠোর লড়াই হবে আজকের এই ম্যাচ। আর এই উত্তেজনাময় খেলা দেখতে হলে অবশ্যই আপনারা আমাদের প্রতিবেদন শেষ পর্যন্ত পড়ুন এবং দেখে নিন লাইভ খেলা।

শ্রীলংকা খেলোয়ারদের তালিকা 

এই দলের রয়েছে শক্তিশালী পারফরম্যান্সের সকল খেলোয়াড়েরা। যেমন রয়েছে ম্যাথিউস, পাথিরানা এবং অন্যান্য সকল খেলোয়াড়েরা। চলেন এখন আমরা নিচে থেকে দেখে নেই আরো কে কে পারফরম্যান্স করছে আজকের খেলায় সে বিষয়টি। 

ভানুকা রাজাপক্ষ
বাম হাতি ব্যাটসম্যান

চারিথ আসলাঙ্কা
বাম হাতি ব্যাটসম্যান

জেনিথ লিয়ানাগে
ডান হাতি ব্যাটসম্যান

কামিন্ডু মেন্ডিস
বাম হাতি ব্যাটসম্যান

প্রাথুম নিশানকা
ডান হাতি ব্যাটসম্যান

অ্যাঞ্জেলো ম্যাথিউস
ডান হাতি ব্যাটসম্যান • মিডিয়াম পেস ডান হাতি বোলার

দাসুন শানাকা
ডান হাতি ব্যাটসম্যান • মিডিয়াম পেস ডান হাতি বোলার

ধনঞ্জয় ডি সিলভা
ডান হাতি ব্যাটসম্যান • অফ স্পিন ডান হাতি বোলার

ওয়ানিদু হাসারাঙ্গা
ডান হাতি ব্যাটসম্যান • লেগ স্পিন ডান হাতি বোলার

কুশল মেন্ডিস
ডান হাতি ব্যাটসম্যান

সাদিরা সামারাবিক্রমা
ডান হাতি ব্যাটসম্যান

আসিথা ফার্নান্ডো
মিডিয়াম ফাস্ট ডান হাতি বোলার

দিলশান মাদুশঙ্কা
ফাস্ট মিডিয়াম বাম হাতি বোলার

ডুনিথ ওয়েল্লালাগে
অফ স্পিন বাম হাতি বোলার

দুষ্মন্ত চামিরা
ফাস্ট ডান হাতি বোলার

মহেশ তীক্ষণ
অফ স্পিন ডান হাতি বোলার

মাথিশা পাথিরানা
ফাস্ট ডান হাতি বোলার

নুয়ান থুশারা
মিডিয়াম ফাস্ট ডান হাতি বোলার

বিজয়কান্ত বিয়াসকান্থ
লেগ স্পিন ডান হাতি বোলার

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা লাইভ খেলা পাশাপাশি আরো অন্যান্য ম্যাচের খেলাগুলো উপভোগ করার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। বিগত ম্যাচের স্কোর জানার জন্য আমাদের খেলার খবর কলাম পড়ুন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়