Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৯, ২৩ জানুয়ারি ২০২২
আপডেট: ১৫:৪৯, ২৩ জানুয়ারি ২০২২

সচিব হলেন মৌলভীবাজারের সাবেক ডিসি কামরুল হাসান

কামরুল হাসান

কামরুল হাসান

মৌলভীবাজারের সাবেক ডিসি কামরুল হাসান সচিব পদে পদোন্নতি পেয়েছেন। তাঁকে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সচিব পদে ন্যস্ত করা করা হয়েছে।

আজ রোববার (২৩ জানুয়ারি) উপ-সচিব এবিএম ইফতেখারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়।   

কামরুল হাসান সর্বশেষ অতিরিক্ত সচিব পদমর্যাদায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি সেখানে কর্মরত আছেন।

কামরুল হাসান বিসিএস প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা। তিনি এর আগে ময়মনসিংহের বিভাগে বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন- মৌলভীবাজারে আরও ৭০ জনের করোনা শনাক্ত, সর্বোচ্চ কুলাউড়ায়

কামরুল হাসান বিগত ২৬ ডিসেম্বর ২০১২ থেকে ১৮ সেপ্টেম্বর ২০১৬ পর্যন্ত মৌলভীবাজারের জেলা প্রশাসক হিসেবে অত্যন্ত সুনামের সাথে কর্মরত ছিলেন। একজন সদালাপী ও মিষ্টভাষী ডিসি হিসেবে মৌলভীবাজারে তাঁর বেশ সুখ্যাতি আছে। এখনও মৌলভীবাজারের মানুষের সাথে তাঁর সুগভীর সম্পর্ক আছে বলে জানা যায়।

সচিব পদে পদোন্নতি পাওয়ায় কামরুল হাসানকে মৌলভীবাজারের অনেকেই অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট দিচ্ছেন।

আইনিউজ ভিডিও

শিক্ষার্থীরা লড়ছে মৃত্যুর সাথে, অসুস্থদের অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে হাসপাতালে

৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়