সাগর শুভ্র, শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ১৬:১৩, ২ মে ২০২৫
সাস্ট ক্যারিয়ার ক্লাব’র সভাপতি রাফিদ সম্পাদক সানি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম ক্যারিয়ারভিত্তিক সংগঠন ‘সাস্ট ক্যারিয়ার ক্লাব’র দ্বাদশ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে কেমি কৌশল ও পলিমার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাফিদ উল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী সাদিয়া আক্তার সানি মনোনীত হয়েছেন। শুক্রবার ( ২ মে) দুপুরে সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সাইফুল্লাহ মোহাম্মদ সাব্বির (প্রশাসন ও যোগাযোগ), মো. ফাহিম রহমান (স্কুল অব স্কিল ডেভেলপমেন্ট), তনুশ্রী দেবনাথ (স্কুল অব নলেজ ডেভেলপমেন্ট), এসকে তানজিম জামান সুপ্ত (স্কুল অব রিসার্চ ডেভেলপমেন্ট), অর্থ সম্পাদক দেওয়ান রেজা হামিদ কারজাই, যুগ্ম সাধারণ সম্পাদক মিফতাহুল জান্নাত জেসিকা, স্কুল ডেভেলপমেন্ট জয়েন্ট সেক্রেটারি জাইমা রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, উপ-সাধারণ সম্পাদক মো. ইউনুস কবির ও জেমিমা জামান সিলিয়া, উপ-অর্থ সম্পাদক শাফকাত আহমেদ, দপ্তর সম্পাদক অংকন পাল, জনসংযোগ সম্পাদক নাজিফা নাওয়ার ঈশিকা মনোনীত হয়েছেন।
এছাড়া কর্পোরেট সম্পর্ক সম্পাদক খায়রুল ইসলাম তুহেল, প্রচার সম্পাদক রুহিতা রহমান তানহা, প্রচারণা সম্পাদক শাওন দেবনাথ, প্রকাশনা সম্পাদক নিশাত আনজুম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রনি আরাফাত এবং আইটি ও ডিজাইন সম্পাদক দেলোয়ার হোসেন ইমরান মনোনীত হন।
নবগঠিত কমিটিতে ডেপুটি ডিরেক্টর স্কুল অব স্কিল ডেভেলপমেন্ট সাইমন বিন সাদেক, ডেপুটি ডিরেক্টর স্কুল অব নলেজ ডেভেলপমেন্ট মাহফুজা নাওয়ার এবং ডেপুটি ডিরেক্টর স্কুল অব রিসার্চ ডেভেলপমেন্ট মো. রিফাত মনোনীত হয়েছেন।
এতে সহকারী সাংগঠনিক সম্পাদক মো. এরফান হোসাইন, মাজহারুল ইসলাম মারিদ ও তাসমিয়া তাহিরা আলম, সহকারী সাধারণ সম্পাদক মো. নাদিরুজ্জামান নায়েফ, রিয়ান সালেহীন ও ত্রিবা ঘোষ তুষি, সহকারী দপ্তর সম্পাদক মো. রাব্বি ইসলাম ও শাহরিয়ার করিম মারুফ, সহকারী অর্থ সম্পাদক সুব্রত শিকদার, সহকারী প্রচার সম্পাদক রাইনা খন্দকার রাখি ও সহকারী প্রকাশনা সম্পাদক আসমা আক্তার মাইশা মনোনীত হন।
এছাড়া সহকারী জনসংযোগ সম্পাদক মো. তাসনিম হোসেন রাতুল, সহকারী ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অনুজিৎ কুণ্ডু , সহকারী তথ্য ও ডিজাইন সম্পাদক প্রিতম সাহা ও নাফিসা তাসনিম, সহকারী পদোন্নতি সম্পাদক মো. ইয়াজ উদ্দিন ও সহকারী কর্পোরেট যোগাযোগ সম্পাদক নাজমুল হাসান আহাদ মনোনীত হয়েছেন।
এছাড়াও স্কুল অব স্কিল ডেভেলপমেন্টের সহকারী পরিচালক মো. আবির হোসেন, লাবণ্য রয় ও জাইমা আনজুম জিনিয়া, স্কুল অব নলেজ ডেভেলপমেন্টের সহকারী পরিচালক মাহমুদ আল হাসান, দারুল সাদ ইবনে ইমতিয়াজ ও আবিদা সুলতানা জেবা, স্কুল অব রিসার্চ ডেভেলপমেন্টের সহকারী পরিচালক বিধান কুণ্ডু প্রতীক, মো. তাসনিম ইকবাল ও ইব্রাহিম হোসেন মনোনীত হয়েছেন।
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া