Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ২৯ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১৫ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৪:১৫, ২৩ জানুয়ারি ২০২২
আপডেট: ১৪:১৬, ২৩ জানুয়ারি ২০২২

মৌলভীবাজারে আরও ৭০ জনের করোনা শনাক্ত, সর্বোচ্চ কুলাউড়ায়

মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় ৭০ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। একই সময়ে কেউ মারা না গেলেও সুস্থ হয়েছেন ৫ জন করোনা রোগী। রোববার (২৩ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদন এই তথ্য নিশ্চিত করেছে। 

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারের ১৫৬ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ৪৪ দশমিক ৯ শতাংশ। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৬২১ জনে।

২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ ২৪ জন রয়েছেন কুলাউড়ায়। এর বাইরে শ্রীমঙ্গলে ১৫ জন, বড়লেখায় ১৪ জন, সদরে ১২ জন, রাজনগরে ৩ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নমুনা প্রদানকারী ২ জন রয়েছেন। 

এদিকে ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ৫ জনই কুলাউড়ার বাসিন্দা। এ নিয়ে জেলায় করোনাকে জয় করলেন ৭ হাজার ৫০১ জন।

নতুন করে মৃত্যু না হলেও মৌলভীবাজারের সকল উপজেলায় করোনায় এ পর্যন্ত ৭২ জনের মৃত্যু হয়েছে।

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২ জন করোনা রোগী। ফলে বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১২ জন। বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ৯২৮ জন। 

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়