Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১১ জুলাই ২০২৫,   আষাঢ় ২৭ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ২২:১৩, ১৬ অক্টোবর ২০২১
আপডেট: ২২:১৪, ১৬ অক্টোবর ২০২১

দেশের বিভিন্ন পূজামণ্ডপে হামলা: মৌলভীবাজারে বিক্ষোভ ও প্রতিবাদ

দেশের বিভিন্ন স্থানে দুর্গাপূজায় ও দশমীতে বিভিন্ন পূজা মণ্ডপে হামলা, ভাংচুর ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখা।

শনিবার (১৬ অক্টোবর ) বিকালে মৌলভীবাজার চৌমোহনা চত্ত্বরে জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি এড. পিযূষ কান্তি সেনের সভাপতিত্বে এবং সদর উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি নির্মল কান্তি দে'র সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ হয়েছে। এতে জেলা পূজা উদযাপন পরিষদ, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ, বিভিন্ন মন্দির কমিটি ও সনাতনধর্মীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা দেশব্যাপি বিভিন্ন পূজা মন্ডপ ও মন্দিরে হামলা, ভাংচুরের নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা বলেন স্বাধীনতার ৫০ বছর পরও স্বাধীন গনতান্ত্রিক দেশে ধর্মীয় উৎসব পালনে এ ধরনের হামলা ও হত্যা কাম্য নয়। দ্রুত তদন্ত কমিটি গঠন করে সাম্প্রদায়িক অপশক্তিকে নিহ্নিত এবং এসব ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয় সমাবেশে।

আইনিউজ/এসডি

মৌলভীবাজারে আইনিউজের ভিডিও

মৌলভীবাজারে জিহাদী বইসহ ছাত্রশিবির মাদরাসা কমিটির সভাপতি-সম্পাদক আটক

মৌলভীবাজারে ট্যুরিস্ট বাস চালু

দুর্গাপূজার সময় সরকারের বিরুদ্ধে অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: মো. শাহাব উদ্দিন

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ