জীবন পাল
আপডেট: ১৪:৩৯, ২৫ জুন ২০২২
দুর্গম এলাকায় সহায়তা পৌঁছে দিচ্ছে সিলেট ০৬-০৮ কমিউনিটি

সিলেটের বন্যার্ত অসহায় মানুষদের সহায়তা করার লক্ষ্যে কাজ শুরু করেছে সিলেটে ০৬-০৮ কমিউনিটি।
শুক্রবার (২৪ জুন) সিলেটের চেঙ্গারখাল ও পিয়াইন নদীর তীরে গড়ে উঠা গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের দুর্গম এলাকা বীর কুলি গ্রামের ১৪০ টি পরিবারকে সহায়তা প্রদান করার মধ্য দিয়ে কাজ শুরু করে তারা।
সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে তারা ৪ কেজি চাল, ৩ কেজি আলু, ৩ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১/২ কেজি লবণ, ২ লিটার বিশুদ্ধ পানি, ৪ প্যাকেট খাবার স্যালাইন, ১ প্যাকেট মোমবাতি এবং ২টি দিয়াশলাই প্রদান করে।
কমিউনিটির সদস্যদের মতে, এই বন্যায় যে ব্যাপক পরিমাণ ক্ষতি হয়েছে তা শুধুমাত্র অনুভব করা যায়, বর্ণনা করা সম্ভব নয় । কাজ করতে গিয়ে আসলে আমরা যা দেখলাম মানুষ খুবই মানবেতর জীবনযাপন করছে। আমরা সকল বন্ধুরা মিলে এই উদ্যোগটি গ্রহণ করেছি। দেশে এবং বিদেশে অবস্থানরত আমাদের ০৬০৮ এর সকল বন্ধুরা টাকা, পরিবহন, পরামর্শ দিয়ে আমাদেরকে সহায়তা করেছেন। তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিশ্বাস করি ভবিষ্যতে ও দেশের যেকোন বিপর্যয়ে আমরা সবাই এক হয়ে কাজ করবো।
আরও পড়ুন- পদ্মা সেতু নির্মাণে যারা বাধা দিয়েছিল, তাদের উপযুক্ত জবাব দিয়েছি
দুর্গম এলাকায় সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পরবর্তী পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে কমিউনিটির সদস্যরা জানান, আমরা লক্ষ্য করেছি যে খুব কম মানুষই দুর্গম এলাকার বন্যার্তদের কাছে সহায়তা পৌঁছে দিতে সম্ভব হচ্ছেন। সেজন্যই ঐসব এলাকার বন্যার্ত মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়াটাই আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্যে আমরা দ্বিতীয় পর্যায়ে সহায়তা প্রদানের জন্য ফান্ড সংগ্রহ করছি।
দুর্গম এলাকার বন্যার্তদের কাছে এই সহায়তা পৌঁছে দিতে প্রথম দিনে সিলেট ০৬-০৮ কমিউনিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জুয়েল, আমিক, মুন্না, রায়হান, কাইয়ুম, এরশাদ, সোহান, আজম, খালেদ, বাপ্পি, মামুন, তমা, তানজিদা, মুক্তার, তাশফিক, জমির, আলাউদ্দিন, সৌরভ এবং সালাউদ্দিন।
আইনিউজ/জীবন পাল/এসডিপি
আইনিউজ ভিডিও
পানির নীচে মৌলভীবাজারের কুলাউড়া-জুড়ী সড়ক
নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটছেন সিলেটবাসী
মৌলভীবাজারে বন্যা, জলমগ্ন টিবি হাসপাতাল রোড
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’
- করোনা জয় করে সুস্থ হয়েছেন মৌলভীবাজারের ৩ চিকিৎসক
- রেড জোনে মৌলভীবাজার ও হবিগঞ্জের যেসব এলাকা
- করোনা আক্রান্ত ডাক্তার দম্পতি, দেখতে পারেননি মৃত বাবাকেও
- মৌলভীবাজারে ৫৬ করোনা রোগী, হটস্পট শহরেই ২৭ জন
- রাতে মৃত সন্তান জন্ম দিয়ে সকালে মায়ের মৃত্যু
- মৌলভীবাজারের কোন এলাকা কোন জোনে