ইমরান আল মামুন
ময়মনসিংহ টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা
আজকের আমাদের এই প্রযুক্তি প্রতিবেদনে তুলে ধরা হচ্ছে ময়মনসিংহ টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা। এই সময়সূচী সর্বশেষ আপডেট ২০২৩ সালে করা হয়েছে। অর্থাৎ সঠিক সময়ের Mymensingh to Dhaka Train schedule পেতে আমাদের আর্টিকেলটি পড়ে নিতে পারেন।
বাংলাদেশের বৃহত্তম একটি বিভাগ হচ্ছে ময়মনসিংহ। যোগাযোগ ব্যবস্থা বিভিন্ন পদ্ধতিতে রয়েছে। তবে এই বিভাগের সবচেয়ে জনপ্রিয় যাতায়াত মাধ্যমে হচ্ছে রেলওয়ে। প্রতিদিন রেল যোগাযোগ অর্থাৎ ট্রেনের মাধ্যমে প্রচুর লোক বাংলাদেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকে। তবে ময়মনসিংহ টু ঢাকার যাত্রী সবচেয়ে বেশি এখানে। আর এই রেল যোগাযোগ শুধু মাত্র আজকে নয় প্রায় ১০০ বছরের বেশি পুরনো এটি। ১৯৮৫ সালে প্রথম ময়মনসিংহের সঙ্গে ঢাকা নারায়ণগঞ্জ রেল যোগাযোগ স্থাপিত করা হয়। ২০২১ সালে রেলমন্ত্রী ২০০ কোটি দেয় এটি আধুনিককরণের জন্য নতুন উদ্যোগ নেন।
ময়মনসিংহ থেকে ঢাকার রেল যোগাযোগের দূরত্ব হচ্ছে ১১০ কিলোমিটার। এখানে আন্তঃনগর এবং লোকাল দুই ধরনের ট্রেন চলাচল করে। তবে মেইল এবং আন্তঃনগর ট্রেন বেশি চলাচল করে থাকে। তবে আপনারা আজকের আর্টিকেলের মাধ্যমে উভয় ট্রেনের সময়সূচী সম্পর্কে জানতে পারবেন। আরো জানতে পারবেন ময়মনসিংহ টু ঢাকা ট্রেনের ভাড়া তালিকা সম্পর্কে।
ময়মনসিংহ টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা | Mymensingh to Dhaka Train schedule
প্রথমে আপনাদের সামনে তুলে ধরবো আন্তঃনগর ট্রেনের সময়সূচী সম্পর্কে। কারণ বেশিরভাগ যাত্রীরা আন্তঃনগর ট্রেনে ভ্রমণ করতে পছন্দ করে থাকে। কারণ আন্তঃনগর ট্রেনের মাধ্যমে খুব সহজেই এবং দ্রুত সময় গন্তব্যে পৌঁছানো সম্ভব হয়।
তিস্তা এক্সপ্রেস ( ৭০৮ )
তিস্তা এক্সপ্রেস ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় বিকাল ৫ টা ৭ মিনিটে। আর ঢাকা পৌঁছায় ৮টা ২৫ মিনিটে। এই ট্রেনটি সাপ্তাহিক ছুটি সোমবার। বিশেষ করে যারা বিকেলে ঢাকায় যেতে চান প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে তাদের জন্য এই ট্রেনটি একদম উপযুক্ত।
অগ্নিবীণা এক্সপ্রেস ( ৭৩৬ )
এই ট্রেনটির কোন সাপ্তাহিক বন্ধ নেই। প্রতিদিন ৭টা ১৫ মিনিটে ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ময়মনসিংহে পৌঁছায় ৩ টায়। যাদের হাতে বেশি সময় রয়েছে তারাই কেবল এই ট্রেনটিতে যাতায়াত করতে পারেন। কারণ এ ট্রেনটি বেশ কয়েক জেলা ঘুরে তারপর ঢাকা পৌঁছায়।
ব্রহ্মপুত্র এক্সপ্রেস ( ৭৪৪ )
এই ট্রেনটি ভোর সকাল ৯ টায় যাত্রা শুরু করে এবং ঢাকায় গিয়ে পৌঁছায় ১২:৪০ মিনিটে। কোন সাপ্তাহিক ছুটি নেই। অর্থাৎ প্রতিদিন ময়মনসিংহ টু ঢাকা যাতায়াত করে এই ট্রেনটি। যারা সকালবেলায় যেতে ইচ্ছুক তারা এই ট্রেনটি দিয়ে যেতে পারেন।
যমুনা এক্সপ্রেস ( ৭৪৬ )
আপনারা এখন পড়তেছেন ময়মনসিংহ টু ঢাকা ট্রেনের সময়সূচি এবং ভাড়া তালিকা। এই তালিকায় রয়েছে যমুনা এক্সপ্রেস। এই ট্রেনটি প্রতিদিন ভোর ৪টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় এবং ঢাকা পৌঁছায় ৭:৪৫ মিনিটে। বিশেষ করে যারা ময়মনসিংহ থেকে ঢাকায় ডিউটি উদ্দেশ্যে যায় তাদের জন্য এ ট্রেনটি অত্যান্ত পারফেক্ট সময়। হ্যাঁ এই ট্রেনে বেশিরভাগ চাকরিজীবীরাই যাতায়াত করে থাকে।
হাওর এক্সপ্রেস ( ৭৭৮ )
সাপ্তাহিক ছুটি হচ্ছে মঙ্গলবার এই ট্রেনটির। প্রতিদিন সকাল ১১ টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে ময়মনসিংহ রেল স্টেশন থেকে। আর ঢাকায় পৌঁছায় বেলা ২:১৫ মিনিটে। আন্তঃনগর ট্রেনের মধ্যে হাওড়া এক্সপ্রেস অন্যতম দ্রুতযান।
মোহনগঞ্জ এক্সপ্রেস ( ৭৯০ )
ময়মনসিংহ থেকে ঢাকা সপ্তাহে ছয় দিন যাতায়াত করে মোহন এক্সপ্রেস ট্রেনটি। তবে এর সাপ্তাহিক ছুটি হচ্ছে সোমবার। রাত ১১ টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং ভোর পাঁচটায় ঢাকায় পৌঁছায়। যে সকল যাত্রীরা রাত্রে যাতায়াত করতে পছন্দ করে তাদের জন্য এই ট্রেনটি ব্যবহার উপযোগী।
ময়মনসিংহ টু ঢাকা ট্রেনের সময়সূচী ( মেইল ট্রেন )
আন্তঃনগর ট্রেনের মত এখানেও অনেকগুলো মির্জেন্ট রয়েছে যেগুলোর মাধ্যমে খুব সহজেই যাত্রীরা ময়মনসিংহ থেকে ঢাকা যাতায়াত করতে পারবে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই মেইল ট্রেন গুলোর কোন ছুটির দিন নেই। কারণ এটি হচ্ছে অত্যন্ত ব্যস্ত একটি রেল যোগাযোগ আসুন দেখে নেই এ ট্রেনের সময়সূচী সম্পর্কে।
ট্রেনের নাম | ছুটির দিন | ছাড়ায় সময় | পৌছানোর সময় |
দেওয়ানগঞ্জ এক্সপ্রেস (৪৮) | নাই | ১৫ঃ৩৩ | ১৯ঃ১৫ |
ঈশা খান এক্সপ্রেস (৪০) | নাই | ১২ঃ০০ | ২৩ঃ০০ |
মহুয়া এক্সপ্রেস (৪৪) | নাই | ১৭ঃ২২ | ২১ঃ২৫ |
বালাকা কমিউটর(৫০) | নাই | ১৩ঃ৪৫ | ১৭ঃ২৫ |
জামাল্পুর কমিউটর(৫২) | নাই | ০৭ঃ৩৩ | ১১ঃ১৫ |
ভাওাল এক্সপ্রেস{৫৬) | নাই | ০৫ঃ৩০ | ১১ঃ৪৫ |
ময়মনসিংহ টু ঢাকা ট্রেনের ভাড়ার তালিকা
ট্রেন যাতায়াতের ভাড়া তালিকা একটু পার্থক্য হয়ে থাকে। মূলত এ পার্থক্য হয়ে থাকে সিটের ক্যাটাগরির হিসাবে। এখন অনলাইনে ট্রেনের টিকেটগুলো কাটা যায় খুব সহজে। তবে যেভাবে ট্রেনের টিকেট কাটে না কেন অনেকেরই পূর্বে থেকে জানার প্রয়োজন হয় এই ভাড়ার তালিকার সম্পর্কে। আসুন দেখে নেই ভাড়ার তালিকা।
আজকের আর্টিকেলের মাধ্যমে ময়মনসিংহ টু ঢাকা ট্রেনের সময়সূচি এবং ভাড়া তালিকা সম্পর্কে। আমাদের আই নিউজে বিভিন্ন জেলার হাসপাতাল, জেলা তথ্য এবং ট্রেনের সময়সূচি সম্পর্কে নিয়মিত আপডেট দেওয়া হয়ে থাকে। এই সকল তথ্য জানতে আমাদের সঙ্গে থাকুন।
- সিলেট ট্রেনের সময়সূচি ২০২৩ দেখুন
- চট্টগ্রাম টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা
- শীতকালে সিলেটের দর্শনীয় স্থান ভ্রমণ
- ঢাকা টু সিরাজগঞ্জ ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা
- ‘লাসুবন’- শ্রীমঙ্গলে প্রাচীন গিরিখাতের সন্ধান!
- ঢাকা টু পাবনা ট্রেনের তালিকা এবং সময়সূচী
- এবার মাল্টার ভিসা পাওয়া যাবে ঢাকা থেকেই!
- ঢাকা টু দিনাজপুর ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা ২০২৩
- টাঙ্গাইল টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়া তালিকা
- ঘুরে আসুন ঝর্ণার স্বর্গ মিরসরাই সীতাকুণ্ডে