ইমরান আল মামুন
আপডেট: ১৫:৫০, ২২ মে ২০২৩
সিলেট ট্রেনের সময়সূচি ২০২৩ দেখুন
আজকের আর্টিকেলে সিলেটবাসীর জন্য রয়েছে সিলেট ট্রেনের সময়সূচি ২০২৩। অর্থাৎ সিলেট টু ঢাকা এবং সিলেট হতে সমগ্র বাংলাদেশে চলমান ট্রেনের সিডিউল এবং ভাড়া সম্পর্কে জানতে পারবেন এই আর্টিকেলের মাধ্যমে। চলুন তাহলে নিচে থেকে দেখে নেই সিলেটে টু সারা বাংলাদেশ ট্রেনের সিডিউল।
প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সিলেট বিভাগ। এর মধ্যে রয়েছে বেশ কয়েকটি জেলা। প্রধান দর্শনীয় স্থানের ভিতরে রয়েছে সিলেট বিভাগের কয়েকটি স্থান। যেখানে মানুষ প্রতি বছর ভ্রমণে গিয়ে থাকে। আর এই ভ্রমণ করা হয় বিভিন্ন ধরনের যানবাহনের মাধ্যমে। তবে সবচেয়ে রোমাঞ্চকর হয় যদি ট্রেন ভ্রমণ করা হয়। যে যতই বলুক না কেন ট্রেন জার্নি সবারই ভালো লাগে এবং এটি একটি অ্যাডভেঞ্চার টাইপ। প্রাকৃতিক সৌন্দর্য ভ্রমণ বাদে এখানে প্রতিনিয়ত ঢাকা এবং সারা বাংলাদেশ থেকে সিলেটে যাতায়াত করে হাজার হাজার লোক।
প্রতিদিন হাজার লোকের যাতায়াতের মধ্যে প্রায় অধিকাংশ মানুষ যাওয়া আসা করে ট্রেনের মাধ্যমে। কিন্তু অনেকেরই এই ট্রেনের সময়সূচী জানা নেই। আজকের আর্টিকেলের মাধ্যমে সিলেট থেকে ছেড়ে যাওয়া এবং সিলেটে প্রবেশ করা সকল রেলের সময়সূচি গুলো দেখতে পারবেন।
সিলেট ট্রেনের সময়সূচি ২০২৩ দেখুন
আমরা এখন দেখব সিলেট স্টেশন থেকে কোন কোন ট্রেন সারাদেশে যাতায়াত করে। এগুলো রুটিন এবং টিকিটের মূল্য জানার পাশাপাশি প্রথমে জেনে নেব ট্রেনগুলোর নাম সম্পর্কে। সিলেট থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলো হচ্ছে:
- কালনী এক্সপ্রেস
- উপবন এক্সপ্রেস
- উদয়ন এক্সপ্রেস
- পাহাড়িকা এক্সপ্রেস
- পারাবত এক্সপ্রেস
- জালালাবাদ এক্সপ্রেস
- সুরমা মেইল
সিলেট মেইল ট্রেনের সময়সূচী
ট্রেনের নম্বর | ট্রেনের নাম | স্টেশন | যাত্রা সময় | গন্তব্য | পৌঁছানোর সময় |
১৮ | কুশিয়ারা এক্সপ্রেস | সিলেট | বিকাল ৪ টা ১০ মিনিট | আখাউড়া | রাত ১০ টা ৩০ মিনিট |
১০ | সুরমা মেইল | সিলেট | বিকাল ৭ টা:২০ মিনিট | ঢাকা | সকাল ০৯:টা ২০ মিনিট |
১৪ | জালালাবাদ এক্সপ্রেস | সিলেট | রাত ১০:১০ মিনিট | চট্টগ্রাম | দুপুর ১২ টা ০০ মিনিট |
সিলেট আন্তঃনগর ট্রেনের সময়সূচী ২০২৩
ট্রেনের নম্বর | ট্রেনের নাম | স্টেশন | যাত্রা সময় | গন্তব্য | পৌঁছানোর সময় |
৭৭৪ | কালোনি এক্সপ্রেস | সিলেট | সকাল ০৬:১৫ মিনিট | ঢাকা | বিকাল ১:০০ মিনিট |
৭২০ | পাহাড়িকা এক্সপ্রেস | সিলেট | সকাল ১০:১৫ মিনিট | চট্টগ্রাম | বিকেল ৭:৩৫ মিনিট |
৭৪০ | উপবন এক্সপ্রেস | সিলেট | দুপুর ১:৩০ মিনিট | ঢাকা | বিকেল ৬:৪৫ মিনিট |
৭১৮ | জয়ন্তীকা এক্সপ্রেস | সিলেট | দুপুর ১১:১৫ মিনিট | ঢাকা | বিকেল ৬:২৫ মিনিট |
৭১০ | পারাবত এক্সপ্রেস | সিলেট | ১৫:৪৫ | ঢাকা | রাত ১০.৪০ মিনিট |
সিলেট ট্রেনের সময়সূচি ২০২৩ অনুসারে কালোনী এক্সপ্রেস শুক্রবার, পাহাড়িকা এক্সপ্রেস শনিবার, জয়ন্তিকা এক্সপ্রেস বৃহস্পতিবার, পারাবত এক্সপ্রেস মঙ্গলবার, উদয়ন এক্সপ্রেস রবিবার বন্ধ। কিন্তু উপবন এক্সপ্রেস এর কোন বন্ধ নেই। সপ্তাহের সাত দিনই যাতায়াত করে থাকে।
ঢাকা টু সিলেট ট্রেনের সময়সূচী ২০২৩
বেশিরভাগ মানুষ এখন ঢাকা থেকে সিলেট ভ্রমণ করছে ট্রেনের মাধ্যমে। যারা ঢাকা রেলস্টেশন থেকে সরাসরি সিলেট রেলস্টেশনে নামবে তারা এই Train schedule দেখে নিন।
ট্রেনের নম্বর | ট্রেনের নাম | স্টেশন | যাত্রা সময় | গন্তব্য | পৌঁছানোর সময় |
৭৭৩ | কলোনি এক্সপ্রেস | ঢাকা | বিকাল ৩ টা | সিলেট | রাত ৯ টা ৩০ মিনিট |
৭১৭ | জয়ন্তিকা এক্সপ্রেস | ঢাকা | সকাল ১১ টা ১৫ | সিলেট | সন্ধ্যা ৭টা |
০৯ | সুরমা মেইল | ঢাকা | রাত ১০ টা ৫০ | সিলেট | দুপুর ১২ টা ১০ মিনিট |
৭০৯ | পারাবত এক্সপ্রেস | ঢাকা | ভোর ৬.২০ | সিলেট | দুপুর ১টা মিনিট |
৭৩৯ | উপবন এক্সপ্রেস | ঢাকা | রাত ১০ টা | সিলেট | দুপুর ১২ টা ১০ মিনিট |
ঢাকা টু সিলেট ট্রেনের টিকিট মূল্য
ট্রেন যাতায়াতের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ট্রেনের টিকেট মূল্য নিয়ে। কারণ এখানে কালোবাজারি বেশি রয়েছে। ঈদের সময় এই ট্রেনের টিকেট নিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন ৫০ টাকার টিকেট ৩০০ টাকার উপরে। তবে বর্তমান সরকার ডিজিটাল করণ করার কারণে খুব সহজেই এখন অনলাইন থেকে নাজমূল্যে টিকেট ক্রয় করতে পারে। এছাড়াও বিরম্বনা বা হয়রানির পরিমাণটা অনেকটা কমে গেছে। অনলাইনে টিকিট ক্রয় করবেন এ বিষয়ে আমাদের ওয়েবসাইটের মধ্যে একটা আর্টিকেলপ্রকাশিত করা হয়েছে। আর্টিকেলটি দেখতে নিচের অংশ দেখুন। সিলেট ট্রেনের সময়সূচী ২০২৩ অনুযায়ী নিচের এ ভাড়া নির্ধারণ করা হয়েছে।
- এসি কেবিন টিকেট মূল্য ১০৯৯ টাকা
- এসি আসন টিকেট মূল্য ৫৫৮ টাকা
- প্রথম শ্রেণী কেবিন টিকেট মূল্য ৬৮৫ টাকা
- প্রথম বার্থ টিকেট মূল্য ৬৪০ টাকা
- স্নিগ্ধা টিকেট মূল্য ৬৫৬ টাকা
- প্রথম শ্রেণী চেয়ার টিকেট মূল্য ৪২৫ টাকা
- শোভন চেয়ার টিকেট মূল্য ৩২০ টাকা
- শোভন টিকেট মূল্য ২৬৫ টাকা
- সুলভ টিকেট মূল্য ১৭৫ টাকা
সিলেট টু ঢাকা অথবা ঢাকা টু সিলেট যাতায়াতের ক্ষেত্রে অনেকের বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে। এখন ভিজিটরদের বিভিন্ন ধরনের প্রশ্ন এবং সেই প্রশ্নগুলোর উত্তর নিচে দেওয়া হল।
ঢাকা থেকে সিলেটের দূরত্ব কত?
বেশিরভাগ ভ্রমণকারীরা গুগলে সার্চ করে থাকে ঢাকা থেকে সিলেটের দূরত্ব কতটুকু। কিন্তু অনেকেই পর্যাপ্ত ফলাফল পায় না। মূলত ঢাকা থেকে সিলেটের দূরত্ব হচ্ছে ৩২০ কিলোমিটার। ব্যবহারকারীরা আরও জানতে চায় এই দ্রুত ভ্রমণের সময় কতটুকু। বিশেষ করে ট্রেনের যাতায়াত সময় টুকু তারা বেশি জানতে আগ্রহী।
আমরা উপরে আলোচনা করেছি কোন কোন ট্রেনের মাধ্যমে সিলেট টু ঢাকা ভ্রমণ করা যায়। কলোনি এক্সপ্রেস এ যেতে সময় লাগে ৬ ঘন্টা ৪৫ মিনিট, উপবন এক্সপ্রেসে ভ্রমণ করতে লাগে ৭ ঘন্টা ১৫ মিনিট, পারাবত এক্সপ্রেসে ৭ ঘন্টা ৫ মিনিট, সুরমা মেইল ট্রেন ১৪ ঘণ্টা এবং জয়ন্তিকা এক্সপ্রেস ৭ ঘন্টা ১০ মিনিট সময়ের প্রয়োজন হয়।
সিলেট ট্রেনের সময়সূচী ২০২৩ এটি কি আপডেট?
হ্যাঁ এটি সর্বশেষ ট্রেনের সময়সূচী।
ঢাকা থেকে সিলেটের ট্রেনের ভাড়া কত?
ঢাকা থেকে সিলেটের ট্রেনের ভাড়া নির্ভর করে আপনি কোন ক্যাটাগরির আসন গ্রহণ করবেন। কারণ এর টিকেটের মূল্য ১৭৫ টাকা থেকে শুরু করে ১০০০ টাকার উপরে রয়েছে।
আমাদের এই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের সরকারি আবেদন এবং সংশোধনের নিয়ম আপলোড করা হয়ে থাকে। সকল কিছু আপডেট জানতে আমাদের সঙ্গে থাকুন।
- সিলেট ট্রেনের সময়সূচি ২০২৩ দেখুন
- ঢাকা টু সিরাজগঞ্জ ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা
- চট্টগ্রাম টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা
- শীতকালে সিলেটের দর্শনীয় স্থান ভ্রমণ
- ঢাকা টু পাবনা ট্রেনের তালিকা এবং সময়সূচী
- এবার মাল্টার ভিসা পাওয়া যাবে ঢাকা থেকেই!
- ‘লাসুবন’- শ্রীমঙ্গলে প্রাচীন গিরিখাতের সন্ধান!
- টাঙ্গাইল টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়া তালিকা
- ঢাকা টু দিনাজপুর ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা ২০২৩
- ঘুরে আসুন ঝর্ণার স্বর্গ মিরসরাই সীতাকুণ্ডে