ইমরান আল মামুন
আপডেট: ১৫:৫৪, ১৭ জুন ২০২৩
ঢাকা টু পাবনা ট্রেনের তালিকা এবং সময়সূচী
প্রতি জেলার মত আজকেও আমরা নিয়ে এসেছি ঢাকা টু পাবনা ট্রেনের সময়সূচি ২০২৩। এর মাধ্যমে একজন ব্যক্তি ঢাকা থেকে পাবনা গামী সকল ট্রেনের নাম এবং কিভাবে পাবনায় পৌঁছাবেন এ সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে পারবে। তাই আমাদের Dhaka to Pabna train schedule আপনার ঈদ যাত্রাকে শুভ করুন।
পাবনার অসংখ্য লোক ঢাকা এবং এর আশেপাশের অঞ্চলে বসবাস করে থাকে। কেউ পড়াশোনার তাগিদে, কেউ চাকরি করতে অথবা বিভিন্ন কারণে এখানে বসবাস করে। ঢাকা থেকে তাদের পাবনা আবার ফিরে যেতে হয়। ঢাকা হতে পাবনার দূরত্ব প্রায় কয়েকশো কিলোমিটার। বাস কিংবা অন্য বাহনে অতিক্রম করতে বেশ সময় লেগে যায় এবং অনেক ভোগান্তির কারণ হয়। সবচেয়ে ভোগান্তির বড় কারণ হচ্ছে জ্যাম এবং বাসে সিট না পাওয়া। অন্যদিকে আকাশ পথে সবার যাতায়াত করা সম্ভব নয়। এটি অত্যন্ত ব্যয়বহুল।
স্বল্প খরচে বিমানের মত সুবিধা উপভোগ করে খুব সহজেই ট্রেন ভ্রমণ করা যায়। এক্ষেত্রে তুলনামূলকভাবে সময় একটি বেশি লাগতে পারে। অল্প খরচে এ ভ্রমণ ব্যবস্থা দারুন রোমাঞ্চকর হয়ে থাকে। বিশেষ করে যারা ভ্রমণ প্রেমী তারা ট্রেন ভ্রমণে আরো বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে।
যারা দ্রুত ঢাকা থেকে পাবনা যেতে চাচ্ছেন তারা ভ্রমণের মাধ্যমে যেতে পারেন। কিভাবে ভাড়ার তালিকা দেখবেন এবং কোন কোন স্টেশনে ট্রেনগুলো থাকবে সকল বিষয় জানতে আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ে নিন।
ঢাকা টু পাবনা ট্রেনের তালিকা এবং সময়সূচী
আসছে ঈদ উল আযহা। এখন থেকে অনেকে বাড়ির উদ্দেশ্যে পৌঁছানোর জন্য বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করছে। কেউ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বাসে আবার কেউবা ট্রেনে। যারা ট্রেনে ভ্রমণ করবে তাদের অবশ্যই এর সময়সূচি সম্পর্কে জানা দরকার। কারণ নির্দিষ্ট সময়ে ঢাকা থেকে ট্রেনগুলো পাবনার উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে মাঝে মাঝে কোন কারনে এর বিলম্ব ঘটতে পারে। নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকা সবচেয়ে ভালো।
অনেকে মনে করেন যে ট্রেনের সময়সূচি দেখার জন্য হয়তো বা রেলস্টেশনে যেতে হবে। মোটেই তা নয় সকল কিছু ডিজিটাল করণ হয়েছে এবং অনলাইন ভিত্তিক হয়ে গেছে। অনলাইনে সার্চ করলেই এখন সকল ট্রেনের সময়সূচি সম্পর্কে জানা যায়। আর আমাদের ওয়েবসাইটে ঢাকা টু সকল জেলা এবং সকল জেলা টু ঢাকা ট্রেনের সময়সূচী দেওয়া রয়েছে সেখান থেকে দেখতে পারেন। এজন্য আমাদের ভ্রমণ ক্যাটাগরিটি দেখুন। আসুন কথা না বাড়িয়ে মূল বিষয়ে চলে যাই।
আন্তঃনগর ঢাকা টু আর পাবনা ট্রেনের সময়সূচি
ঢাকা থেকে পাবনা যাওয়ার জন্য বেশ কয়েকটি আন্তঃনগর ট্রেনঔ পাওয়া যায়। যেগুলোর মাধ্যমে ট্রেনের তুলনায় দ্রুত যেতে পারবেন।
সিরাজগঞ্জ এক্সপ্রেস ( ৭৭৬ )
ঢাকা থেকে পাবনায় ভ্রমণ করবেন তারা সিরাজগঞ্জে এক্সপ্রেস ভ্রমণ করতে পারেন। আন্তঃনগর ট্রেনের তালিকায় সিরাজগঞ্জ এক্সপ্রেস অবস্থান করছে শীর্ষস্থানে। প্রতিদিন বিকেল ৫ টায় ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং পৌঁছায় রাত ১২টা।
সুন্দরবন এক্সপ্রেস (৭২৬ )
সুন্দরবন এক্সপ্রেস নিয়মিত যাতায়াত করে থাকে ঢাকা থেকে পাবনা। যদি আপনি খুব ভোরে কিংবা সকাল বেলায় পাবনার উদ্দেশ্যে রওনা হতে চান তাহলে এই ট্রেনটির মাধ্যমে যাতায়াত করতে পারেন। প্রতিদিন সকাল ৬টা ২০ মিনিটে ঢাকা থেকে যাত্রা শুরু করে। পাবনা পৌঁছায় বেলা ১২ঃ৩৫ মিনিটে।
চিত্রা এক্সপ্রেস ( ৭৬৪ )
সকল যাত্রীরা ঢাকা থেকে অফিস করে কিংবা সন্ধার পরে পাবনাতে ফিরতে চান তাদের জন্য এ ট্রেনটি অত্যন্ত ব্যবহার উপযোগী। প্রতিদিন সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে যাত্রা শুরু করে আর পাবনা গিয়ে পৌঁছায় ১২:২৫ মিনিটে।
আন্তঃনগর ট্রেন ব্যতীত রয়েছে আরও বিভিন্ন জেলার লোকাল ট্রেনগুলো। সেইগুলোর মাধ্যমে খুব সহজেই ঢাকা থেকে পাবনা যেতে পারবেন। তবে এক্ষেত্রে আপনার সময় তুলনামূলকভাবে বেশি লেগে যাবে। দ্রুত ভ্রমণ করতে অবশ্যই আন্তঃনগর ট্রেন ব্যবহার করবেন।
ভাড়ার তালিকা
একই দূরত্বে একই ট্রেনে ভাড়া সাধারণত ভিন্ন হয়ে থাকে। কারণ একটি ট্রেনে যাত্রী সংখ্যা থাকে প্রায় কয়েক শতাধিক। এখানে থাকে প্রায় কয়েকটি বগি। যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে এদের বিভিন্ন ক্যাটাগরির আসন রয়েছে। যেমন সাধারণ আসন, এসি আসন ইত্যাদি। যে আসনে যাত্রীরা সুযোগ-সুবিধা বেশি পাবে সেই আসনের টিকেটের মূল্য একটু বেশি হয়ে থাকে। সাধারণত টিকিটের মূল্য হয়ে থাকে ৫০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত। তবে টিকিটের মূল্য যে কোন সময় পরিবর্তন হতে পারে সরকারের আদেশ অনুযায়ী।
শোভন | ১০০ টাকা |
শোভন চেয়ার | ২২৫ টাকা |
এসি কেবিন সিট | ৩৭৪ টাকা |
স্নিগ্ধা এসি চেয়ার | ২৬৫ টাকা |
আজকের আর্টিকেলের মাধ্যমে আপনারা জানলেন ঢাকা টু পাবনা ট্রেনের সময়সূচি এবং ভাড়া তালিকা সম্পর্কে। আরো অন্যান্য জেলা যেমন ঢাকা টু সিরাজগঞ্জ, ঢাকা টু রাজশাহী ট্রেনের সময়সূচি সম্পর্কে জানতে আই নিউজ এর সঙ্গে থাকুন।
- সিলেট ট্রেনের সময়সূচি ২০২৩ দেখুন
- চট্টগ্রাম টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা
- ঢাকা টু সিরাজগঞ্জ ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা
- শীতকালে সিলেটের দর্শনীয় স্থান ভ্রমণ
- ‘লাসুবন’- শ্রীমঙ্গলে প্রাচীন গিরিখাতের সন্ধান!
- ঢাকা টু পাবনা ট্রেনের তালিকা এবং সময়সূচী
- এবার মাল্টার ভিসা পাওয়া যাবে ঢাকা থেকেই!
- ঢাকা টু দিনাজপুর ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা ২০২৩
- টাঙ্গাইল টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়া তালিকা
- ঘুরে আসুন ঝর্ণার স্বর্গ মিরসরাই সীতাকুণ্ডে