Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ১৭:০০, ৩ জুলাই ২০২৩
আপডেট: ১৭:০৯, ৩ জুলাই ২০২৩

লাল সবুজ বাসের অনলাইন টিকেট কাটার নিয়ম 

ভ্রমন প্রেমীদের জন্য আজকের আর্টিকেলে রয়েছে লাল সবুজ পরিবহন বাসের অনলাইন টিকেট কাটার নিয়ম। যাত্রীরা আরো জানতে পারবে লাল সবুজ বাসের কাউন্টারের নাম্বার সহ যাবতীয় সকল তথ্যগুলো। যে সকল যাত্রীরা এই পরিবহনে ভ্রমণ করতে ইচ্ছুক বা করেন তাদের জন্য এই আর্টিকেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলাদেশে বহু বাস রয়েছে তার মধ্যে বর্তমান সময়ের জনপ্রিয় বাসগুলোর তালিকায় অবস্থান করছে লাল সবুজ বাসটি। এই পরিবহন সারা বাংলাদেশ জুড়ে সার্ভিস দিচ্ছে যাত্রীদেরকে। যাত্রী সেবা এবং বাসের গুণগত মান উন্নত হওয়ার কারণে এরা যাত্রীদেরকে আরো বেশি আকৃষ্ট করেছে এবং ভ্রমণ কিছু করে তুলেছে।

এখন অধিকাংশ মানুষ বিশেষ করে চট্টগ্রাম, নোয়াখালী, ঢাকা সহ অন্যান্য অঞ্চলে এর প্রচুর যাতায়াত ব্যবস্থা রয়েছে। ইন্টারনেটে এখন সবচেয়ে বেশি সার্চ হচ্ছে এই পরিবহনের বাস নিয়ে। অনেকেই জানতে চাচ্ছেন এর সময়সূচি এবং কাউন্টার সম্পর্কে। আবার অনেকেই চাচ্ছেন টিকেট কেনার নিয়ম সম্পর্কে। তবে আজকের আর্টিকেলে আপনারা পরিপূর্ণ ধারণা পাবেন এই পরিবহন সম্পর্কে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে এসি এবং নন এসি দুটি বাস সার্ভিস রয়েছে। তবে ভাড়া দিক থেকেও এটি অনেক সাশ্রয়ী।

লাল সবুজ বাসের অনলাইন টিকেট কাটার নিয়ম 

লাল সবুজ বাসের কাউন্টারের নাম্বার জানার পূর্বে আমরা জানব কিভাবে অনলাইন থেকে টিকিট কাটতে হয় সে বিষয় সম্পর্কে। কারণ বাংলাদেশ এখন ডিজিটাল দেশের রূপান্তরিত হয়েছে। প্রায় সকল কিছুই অনলাইনে পাওয়া সম্ভব হয়। পূর্বের মত কাউন্টারে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করার পর টিকিট ক্রয় করতে হয় না। চাইলে বাসায় বসে অনলাইন থেকে বাসের টিকিট ক্রয় করা যায়। এই পরিবহনের বাসের টিকেট কিভাবে কিনবেন সে সম্পর্কে এখন তুলে ধরব।

আপনি চাইলে ম্যানুয়াল ভাবে কাউন্টার থেকেও এটিকেট ক্রয় করতে পারবেন অথবা অনলাইন থেকে কাটার জন্য বেশ কয়েকটি মাধ্যম রয়েছে। যেমন:  Shohoz, Bus Bd ইত্যাদি। আমাদের ওয়েবসাইটে ইতিমধ্যে প্রকাশিত করা হয়েছে কিভাবে অনলাইন থেকে বাসের টিকিট ক্রয় করতে হয় সে বিষয় সম্পর্কে। মূলত বাসের টিকেট ক্রয় করার জন্য যে পদ্ধতি অবলম্বন করতে হয় সেগুলো প্রায় একই ধরনের। কিভাবে টিকিট ক্রয় করবেন সে বিষয়ে জানতে নিচের লেখায় প্রবেশ করুন।

আর যারা অনলাইন থেকে ক্রয় করতে পারবেন না তারা ম্যানুয়াল ভাবে কাউন্টারে যোগাযোগ করে তারপর টিকেট কিনতে পারেন। স্মার্ট ফোন না থাকে তাহলে যে কোন দোকান থেকেও টিকিটগুলো ক্রয় করতে পারবে যাত্রীরা।

লাল সবুজ বাসের কাউন্টারের নাম্বার এবং তালিকা

উপরে থেকে আমরা জেনে নিলাম লাল সবুজ বাসের অনলাইন টিকেট কাটার নিয়ম সম্পর্কে। জানব বিভিন্ন এলাকার কাউন্টার নাম্বার সম্পর্কে। আসুন তাহলে দেরি না করে এখনই দেখে নেই।

ঢাকা লাল সবুজ কাউন্টার ঠিকানা ও মোবাইল নাম্বার

আদাবর কাউন্টার  01844-545373
নীলক্ষেত কাউন্টার  01844-545375
আব্দুল্লাহপুর কাউন্টার  01844-545363
উত্তরা কাউন্টার 01844-545364
শাহজাদপুর কাউন্টার 01844545360
মহাখালী বাস ষ্টেশন কাউন্টার 01844-545371
আরামবাগ কন্ট্রোল অফিস 01777-601481
চিটাগং রোড কাউন্টার 01844-545384
সাইনবোর্ড কাউন্টার 01844-545383
শনিরআখড়া কাউন্টার 1844-545382
সায়েদাবাদ  01844-545396
গোলাপবাগ কাউন্টার 01844-545377
মানিকনগর কাউন্টার 01844-545376
ফার্মগেইট কাউন্টা 01844-545380
এয়ারপোর্ট কাউন্টা 01844-545366

গাজীপুর কাউন্টার ঠিকানা

টঙ্গী বাজার বাস ষ্টেশন কাউন্টার 01844-545362
চেরাগ আলী বাজার বাস ষ্টেশন 01844-545361

চট্টগ্রাম লাল সবুজ বাসের কাউন্টার নাম্বার 

সীতাকুণ্ড কাউন্টার 01844-545358
ভাটিয়ারী কাউন্টার 01844-545357
একে খাঁন মোড় কাউন্টার 01844-545314
অলংকার মোড় কাউন্টার 01844-545356
দামপাড়া কাউন্টার 01844-545313

আপনারা অবশ্যই উপরে থেকে লাল সবুজ মাছের বাসের অনলাইনে টিকেট কাটার নিয়ম সম্পর্কে জেনে নিবেন।

লাল সবুজ বাসের নোয়াখালী জেলার কাউন্টার নাম্বার 

সুগন্ধা গেস্ট হাউজ মোড় 01844-545315
লিংক রোড কাউন্টার 01844-545308
রামু বাইপাস কাউন্টার 01844-545338
ঈদগাঁ কাউন্টার  01844-545339
পৌর বাস টার্মিনাল কাউন্টার 01844-545307
নিটল রিসোর্ট সংলগ্ন কাউন্টার 01844-545316
ডলফিন মোড় কাউন্টার 01844-545305

আশা করি আপনারা লাল সবুজ বাসের অনলাইন টিকেট কাটা নিয়ম সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়েছেন। এছাড়াও জানতে পেরেছেন কাউন্টার নাম্বার সম্পর্কে। তবে এর সকল ব্যতীত আরো বেশ কয়েকটি বিষয় সম্পর্কে আপনাদেরকে অবহিত করব। এগুলো প্রতিনিয়ত যাত্রীরা আমাদেরকে প্রশ্ন করে থাকেন।

লাল সবুজ বাস কোন কোন অঞ্চলে চলাচল করে থাকে?

  • ঢাকা টু নোয়াখালী
  • ঢাকা টু কক্সবাজার
  • ঢাকা টু চট্টগ্রাম
  • নোয়াখালী টু সোনাপুর
  • চট্টগ্রাম টু ঢাকা
  • কক্সবাজার টু ঢাকা

লাল সবুজ বাসের ভাড়া কত?
এ পরিবহনে নন এসি এবং এসি সার্ভিস দুটি রয়েছে। নন এসি ভাড়ার মূল্য হচ্ছে ৩৫০ টাকা এবং এসি ভাড়া হচ্ছে ৪০০ টাকা।

অনলাইনে কোথা থেকে বাসের টিকিট ক্রয় করা যায়?
Shohoz থেকে।

লাল সবুজ বাসের অনলাইনে টিকিট কাটার নিয়ম এবং লাল সবুজ বাসে কাউন্টার নাম্বার ব্যতীত আরো বাস সংক্রান্ত অন্যান্য তথ্যগুলো জানতে আমাদের আইন অনুযায়ীদের সঙ্গে থাকুন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়