Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫,   বৈশাখ ৩০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৩৯, ৬ ফেব্রুয়ারি ২০২৩

বাংলাদেশেও মুক্তি পেল ভয়ংকর পুতুলের সিনেমা ‘মেগান’

ভৌতিক সিনেমা মেগানের প্রচ্ছদ। ছবি- সংগৃহীত

ভৌতিক সিনেমা মেগানের প্রচ্ছদ। ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রে গত ৬ জানুয়ারি মুক্তি পেয়েছে বৈজ্ঞানিক কল্পকাহিনিনির্ভর ভৌতিক সিনেমা ‘মেগান’। মুক্তির পর থেকেই যুক্তরাষ্ট্রের সিনেমা হলগুলোতে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে পুতুলের মতো দেখতে ভয়ংকর পুতুল ভূত মেগান। বাংলাদেশের ভূতের সিনেমাপ্রেমীদের নড়েচড়ে বসার সময় চলে এসেছে। কারণ, ‘মেগান’ এখন দেখা যাবে বাংলাদেশেও। 

শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে ১২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ সিনেমাটি।

মুক্তির পর থেকেই আলোচনায় সিনেমাটি। মূলত একটি স্বয়ংক্রিয় রোবট পুতুল (যার নাম মেগান) কে ঘিরেই নির্মাণ করা হয়েছে এই ভূতুড়ে সিনেমাটি। সিনেমার গল্প লক্ষ্য করলে দেখা যায় খেলনা প্রস্তুতকারক এক কোম্পানির রোবট-বিশেষজ্ঞ জেমা কৃত্রিম বুদ্ধিমত্তায় চালিত একটি পুতুল তৈরি করে। জেমার বোন ও বোনের স্বামী সড়ক দুর্ঘটনায় নিহত হলে তাদের একমাত্র কন্যা কেডি (ভায়োলেট ম্যাকগ্রো) আশ্রয় নেয় জেমার কাছে। কেডির অভিভাবক জেমা হলেও সে কেডির দায়িত্ব দেয় মেগানের কাছে। 

কেডিকে দেখভালের দায়িত্ব ঠিকঠাকভাবেই পালন করে পুতুলটি; তবে দায়িত্বের নামে বাড়াবাড়িও করে। একসময় পুতুলটি সহিংস হয়ে ওঠে। এরপর একের পর এক ভয়ংকর ঘটনার সাক্ষী হতে থাকেন পর্দার সামনের দর্শকেরা।

সাধারণ দর্শকের পাশাপাশি সমালোচকেরাও সিনেমাটির প্রশংসা করেছেন। মুক্তি মাত্র এক মাসের ব্যবধানে আলোচিত সিনেমাটি বক্স অফিসে প্রায় ১২ গুণ অর্থ আয় করেছে।

সিনেমায় মেগান চরিত্রে অভিনয় করেছেন অ্যামি ডোনাল্ড ও জেনা ডেভিস। মেগানের নির্মাতা জেমা চরিত্রে অ্যালিসন উইলিয়ামস ও তার ভাগনি কেডি চরিত্রে অভিনয় করেছেন ভায়োলেট ম্যাকগ্রো। ছবিটি পরিচালনা করেছেন জেরার্ড জনস্টন।

আই নিউজ/এইচএ 

আই নিউজ ভিডিও গ্যালারী 

সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়