Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫,   বৈশাখ ৩০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১:৪৩, ২২ ফেব্রুয়ারি ২০২৩

১০ মার্চ কানাডা-যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘শনিবার বিকেল’ 

‘শনিবার বিকেল’ সিনেমার একটি দৃশ্যে নুসরাত ইমরোজ তিশা। ছবি- সংগৃহীত

‘শনিবার বিকেল’ সিনেমার একটি দৃশ্যে নুসরাত ইমরোজ তিশা। ছবি- সংগৃহীত

নির্মাণের পর নানা চড়াই উতরাই শেষে দেশের সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে সিনেমা ‘শনিবার বিকেল’। তবে দেশের কোনো প্রেক্ষাগৃহে এখনো ছবিটি মুক্তি পায়নি। আগামী ১০ মার্চ রিলায়েন্স এন্টারটেইনমেন্টের মাধ্যমে সিনেমাটি কানাডা ও যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে। এটির বিপনন ও পরিবেশনার দায়িত্বে রয়েছে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান কন্টিনেন্টাল এন্টারটেইনমেন্ট পিটিই লিমিটেড (সিইপিএল)।

বাংলাদেশের ইতিহাসে হলি আর্টিজানের ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা একটি কালো অধ্যায়। সেই হলি আর্টিজানের ঘটনাকে কেন্দ্র করে মোস্তফা সরোয়ার ফারুকী নির্মাণ করেছেন তার সিনেমা ‘শনিবার বিকেল’। নির্মাণের পর সেন্সোর বোর্ডে কয়েকবছর আটকে ছিলো সিনেমাটি। অবশেষে মামলা-মোকদ্দমার পর 

গত জানুয়ারিতে ফিল্ম সেন্সর আপিল কমিটি পুনরায় ছবিটি দেখে এবং সিদ্ধান্ত দেয়, ‘শর্ত সাপেক্ষে এটি মুক্তিতে বাধা নেই’। মুক্তিতে এখন আর বাধা না থাকলেও দেশের সিনেমা হলগুলোতে ছবিটির প্রদর্শনী নিয়ে এখনো মীমাংসা হয়নি। ফলে আপাতত দেশে মুক্তি পাচ্ছে না সিনেমাটি। 

তবে দেশের প্রেক্ষাগৃহে না হলেও বিদেশে মুক্তি পাচ্ছে বলে খুশি নির্মাতা ফারুকীও। এ নিয়ে উচ্ছাস প্রকাশ করে ফারুকী সংবাদমাধ্যমকে বলেছেন, ‘শেষ পর্যন্ত ছবিটি বৃহত্তর দর্শকের কাছে পৌঁছাতে পারবে, এতে আমি গর্বিত। দেশের মানুষের জন্য এই ছবি দেখতে পারা গুরুত্বপূর্ণ। আমার চাওয়া ছিলো প্রথমে বাংলাদেশে মুক্তি পাবে। কিন্তু যাই হোক, উত্তর আমেরিকা থেকে শুরু হয়ে সারাবিশ্বের মানুষেরা এটি দেখবে, এজন্য আমি গর্বিত। উত্তর আমেরিকার দর্শকদের আমন্ত্রণ জানাচ্ছি প্রেক্ষাগৃহে এসে ছবিটি উপভোগ করার জন্য।’

যুক্তরাষ্ট্র ও কানাডার পর আরও কয়েকটি দেশে মুক্তির ব্যাপারেও কথা চলছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পরিবেশনা সংস্থা সিইপিএল। সিনেমাটি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সিইপিএল-এর দক্ষিণপূর্ব এশিয়ার সিইও শ্রেয়াশী সেনগুপ্ত বলেন, “এটি একটি চিন্তা জাগানিয়া, টানটান উত্তেজনার একটি সিনেমা, যেটা বৈচিত্র্যময় আবেগ ও কথোপকথনের নাটকীয় আখ্যান। চার বছরের দমবন্ধ করা অপেক্ষার পর বাংলাদেশের সবচেয়ে আধুনিকতাবাদী পরিচালক ফারুকীর বিখ্যাত ‘শনিবার বিকেল’ বিশ্বের দর্শকের কাছে হাজির করতে পেরে আমরা খুশি।”

উল্লেখ্য, শনিবার বিকেল হল মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত একটি বাংলাদেশী নাট্যধর্মী থ্রিলার চলচ্চিত্র। ২০১৬ সালের জুলাই মাসে ঢাকার গুলশানের হলি আর্টিজান হামলা থেকে অনুপ্রাণিত হয়ে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়। এটি বাংলাদেশ, ভারত ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত। 

চলচ্চিত্রটি প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ছবিয়াল এবং ভারতের শ্যাম সুন্দর দে। শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, পরমব্রত চট্টোপাধ্যায় ও ইয়াদ হুরানি।

আই নিউজ/এইচএ 

আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখতে Watch on YouTube অপশনে ক্লিক করুন

শক্তিশালী ভূমিকম্পে শত শত মানুষের মৃত্যু

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়