আই নিউজ ডেস্ক
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গো*লাগু*লিতে ৩ রোহিঙ্গা নি*হত
ছবি- সংগৃহীত
কক্সবাজারের উখিয়ায় ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে তিনজন রোহিঙ্গা নি*হত হয়েছেন। এ ঘটনায় আ*হত হয়েছেন আরো তিনজন। আ*হতদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (১০ জুন) ভোরে উখিয়ার ৪ নম্বর (এক্সটেনশন) রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শামীম হোসেন। পুলিশের দাবি- আধিপত্য বিস্তারের জেরে এ হ*ত্যাকাণ্ড ঘটেছে।
নি*হতরা হলেন- ৪ নম্বর ক্যাম্পের এফ ব্লকের জাফর আহম্মদের ছেলে ইলিয়াছ (৩১), মৃত আব্দুর রকিমের ছেলে ইছহাক (৫৪) ও ৩ নম্বর ক্যাম্পের ই ব্লকের ইসমাইলের ছেলে ফিরোজ খান (১৮)।
আ*হতরা হলেন- ৪ নম্বর ক্যাম্পের এফ ব্লকের হাছনের ছেলে আব্দুল হক (৩২), নজির আহাম্মদের ছেলে আব্দুস শুক্কুর (৫৫) ও মৃত ওমর মিয়ার ছেলে আব্দুল মোনাফ (৬০)।
ক্যাম্পের রোহিঙ্গারা জানান, ভোর ৪টার দিকে রোহিঙ্গা ইলিয়াছকে সন্ত্রাসী সংগঠন আরএসও সদস্যরা গু*লি করেন ও ধা*রালো অ*স্ত্র দিয়ে হাতে, পায়ে, তলপেটে কু*পিয়ে মা*রাত্মক জ*খম করেন। পরে অতিরিক্ত র*ক্তক্ষ*রণ হয়ে তিনি ঘটনাস্থলে মা*রা যান।
এরপরে, ভোর সাড়ে ৪টার দিকে আরেক স*ন্ত্রাসী সংগঠন আরসা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আরএসও সমর্থক মো. ইছহাক, ফিরোজ খান, আব্দুল হক, আব্দুস শুক্কুর ও আব্দুল মোনাফকে শরীরের বিভিন্ন স্থানে গু*লি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মা*রাত্মকভাবে জ*খম করে।
জানা গেছে, প্রথমে নি*হত রোহিঙ্গা ইলিয়াছ আরসার সোর্স হিসেবে কাজ করতেন। আরসা সম্পর্কে তথ্য দিতে রাজি না হওয়ায় আরএসও সদস্যরা প্রথমে তাকে হ*ত্যা করেন। পরে ঘটনার খবর পেয়ে আরসা সদস্যরা এসে কয়েকজন আরএসও সমর্থকের ওপর এলোপাতাড়ি হা*মলা চালান।
ঘটনার পরে আ*হত রোহিঙ্গাদের চিকিৎসার জন্য উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইছহাক ও ফিরোজ খানকে মৃত ঘোষণা করেন। বাকিদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি শামীম হোসেন জানান, ম*রদেহগুলো ম*র্গে রয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মো. ইকবাল বলেন, একজন ঘটনাস্থলে মা*রা গেছেন। দু’জন আ*হত অবস্থায় হাসপাতালে মা*রা যান। বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024