Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫,   আষাঢ় ২০ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৮, ১৬ সেপ্টেম্বর ২০২০

ভারতে করোনা সংক্রমণ অর্ধকোটি ছাড়াল

করোনাভাইরাসের হটস্পটে পরিণত হচ্ছে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারত। এরই মধ্যে দেশটিতে সংক্রমণের সংখ্যা অর্ধকোটি ছাড়িয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, গেল ২৪ ঘণ্টায় ভারতে ৯০ হাজার ১২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫০ লাখ ২০ হাজার ৩৬০ জনে দাঁড়িয়েছে।

এদিকে ২৪ ঘণ্টায় দেশটিতে সর্বোচ্চ ১ হাজার ২৯০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মৃতের সংখ্যা ৮২ হাজার ছাড়িয়ে গেছে।

দেশটিতে সংক্রমণে শীর্ষে রয়েছে মহারাষ্ট্রে। ওই রাজ্যে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৯৭ হাজার ৮৫৬। মহারাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৩০ হাজার ৪০৯ জন।

আক্রান্তের সংখ্যায় মহারাষ্ট্রের পরেই রয়েছে অন্ধ্রপ্রদেশ। দক্ষিণের এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৮৩ হাজার ৯২৫ জন। মৃত্যু হয়েছে ৫ হাজার ৪১ জনের।

তৃতীয় অবস্থানে থাকা তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ১৪ হাজার ২০৮ জন। মৃত্যু হয়েছে ৮ হাজার ৫০২ জনের।

কর্নাটকে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৭৫ হাজার ২৬৫ জন। সেখানে এখন পর্যন্ত মারা গেছে ৭ হাজার ৪৮১ জন। পঞ্চম স্থানে থাকা উত্তরপ্রদেশে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ২৪ হাজার ৩৬। সেখানে মারা গেছে ৪ হাজার ৬০৪ জন।

এদিকে রাজধানী দিল্লিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৫ হাজার ৭৯৬ জন। সেখানে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪ হাজার ৮০৬ জন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভারতে আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে ওঠার সংখ্যাও বাড়ছে। দেশটিতে এখন পর্যন্ত ৩৯ লাখ ৪২ হাজার ৩৬১ জন রোগী সুস্থ হয়েছেন বলে । সুস্থ হওয়া রোগীর হার বেড়ে ৭৮ দশমিক ২৮ শতাংশে দাঁড়িয়েছে।

এদিকে ৬৬ লাখ ৫ হাজার ৭৩৩ জন কোভিড-১৯ রোগী নিয়ে বিশ্বের সব দেশকে ছাড়িয়ে আক্রান্তের তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় স্থানে আছে ভারত আর ৪৩ লাখ ৮২ হাজার ২৬৩ জন রোগী নিয়ে ব্রাজিল তৃতীয় স্থানে আছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়