নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট: ২০:১২, ২১ এপ্রিল ২০২১
নবীগঞ্জে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ, নমুনা শস্য কর্তন

নবীগঞ্জে উপজেলার কৃষি যন্ত্রপাতি হস্তান্তর ও নমুনা শস্য কর্তন পরিদর্শন করলেন হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান। পরে কৃষকদের মাঝে ইফতারও বিতরণ করা হয়।
বুধবার (২১ এপ্রিল) দুপুরে তিনি নবীগঞ্জ সদর ইউনিয়নের গুজাখাইড় সংলগ্ন নবীগঞ্জের সীমান্তবর্তী মকার হাওড়ে ধানকাটার মেশিন দিয়ে ধানকাটা পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মর্জিনা আক্তার, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুুুুরী সেলিম, উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিন, জেলা কৃষি অফিসার মো. তমিজ উদ্দিন খান, নবীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) সুুুুমাইয়া মমিন, উপজেলা কৃষি অফিসার একে এম মাকসুদুল আলম, কৃষি সম্প্রসারন অফিসার শৈলেন কুমার পাল, প্রেসক্লাব সভাপতি উত্তম কুুুুমার পাল হিমেল, সাধারন সম্পাদক সেলিম তালুকদার, পিআইও ছাদু মিয়া, সদর ইউপি চেয়ারম্যান সাজু আহমদ চৌধুরী, ব্লক সুপারভাইজার মাহবুব আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
চলতি মৌসুমে নবীগঞ্জ উপজেলায় বোরো ফসল কর্তনের জন্য ২৮ টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে এ বছর মোট হাওরের ৫ হাজার ৫ শত ৬৫ হেক্টর এবং নন হাওর ১২ হাজার ৭ শত ২০ হেক্টর আবাদ মিলে এতে উৎপাদন লক্ষ্যমাত্রা রয়েছে ৬ হাজার ৩ শত হেক্টর ফসল। এ পর্যন্ত হাওড়ের শতকরা ৫৪ ভাগ এবং হাওড় ছাড়া ৩.৭৭ ভাগ বোরাে ফসল কর্তন করা হয়েছে।
এসময় কালবৈশাখী ঝড়ের পূর্বেই হাওরের সকল ফসল কর্তন করে ঘরে তোলার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসনসহ কৃষি বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।
এছাড়া জেলা প্রশাসক উপজেলার 'জমি নাই ঘর নাই' প্রকল্পের (২য় পর্যায়) এর নির্মাণ কাজ পরিদর্শন করেন এবং উপস্থিত দুঃস্থ ভূমিহীন মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও দীঘলবাক ইউনিয়নের হাওড় রক্ষাবাধঁ কাজ পরিদর্শন করেন।
আইনিউজ/অঞ্জন/এসডি
- বিভিন্ন ফলের ছবি নামসহ
- এলাচ চাষ করবেন যেভাবে
- কমলগঞ্জে,
আমন ধানে মাজরা পোকার আক্রমণ, চিন্তায় আছেন কৃষকরা - প্লাস্টিক বোতলে সহজেই চাষ করুন পুঁই শাক
- ঔষধি গুণধর কালো মোরগের চাষ হচ্ছে বাংলাদেশেও
- বাড়ির টবে ক্যাপসিকাম চাষ পদ্ধতি
- বঙ্গবন্ধু ব্রি ধান ১০০ চাষে সময় কম লাগে, খরচ বাঁচে
- দেশের বাজারে সারের দাম বেড়েছে আরও ৬ টাকা
- বাড়ির ছাদে ড্রাগন ফলের চাষ পদ্ধতি
- মাটি ছাড়া শুধু পানি দিয়ে ঘাস চাষ