Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১২ ১৪৩২

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১:৫৭, ২৭ ফেব্রুয়ারি ২০২১

অজ্ঞাত উৎস থেকে এমপির মোবাইলে আসছে হাজার হাজার টাকা

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

অজ্ঞাত উৎস থেকে প্রতিদিন মোবাইলে ঢুকছে হাজার হাজার টাকা। দিন দিন বাড়ছে এ টাকার পরিমাণ। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন পুলিশের সাবেক আইজি ও কিশোরগঞ্জ-২ (কটিয়াদী পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য (এমপি) নূর মোহাম্মদ।

বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক একাউন্ট থেকে পোস্ট দিয়ে এমন বিড়ম্বনার কথা জানান তিনি। এরপরই পোস্টটি ব্যাপক ভাইরাল হয়।

পোস্টে তিনি লিখেছেন, কাজটি আপনি করছেন বুঝে কিংবা না বুঝে। মজা করছেন, তাও হতে পারে। ভুল করছেন, মানতে পারছি না। এতগুলো ভুল হয় কি করে! বিষয়টি বিব্রতকর আমার জন্য। পরিচিতজনদের কেউ হলে আশা করবো প্রকাশ করবেন, কিছু মনে করবো না। ফ্লেক্সিতে এক হাজার করে টাকা আসছে আমার ফোনে...গত কিছুদিন ধরে। টাকার পরিমাণটা খুব কম না, বছর দুয়েকের খোরাকি!

বিষয়ে জানতে যোগাযোগ করা হলে সাংসদ নূর মোহাম্মদ বলেন, প্রতিদিন আমার মোবাইল নম্বরে অজ্ঞাত ব্যক্তি ও উৎস থেকে এক হাজার, দুই হাজার করে টাকা আসছে। এ টাকার পরিমাণ দিন দিন বেড়েই চলেছে। অনেক চেষ্টা করেও টাকা পাঠানো ব্যক্তি ও উৎসের সন্ধান পাচ্ছি না। সম্প্রতি টেলিকম কোম্পানির সঙ্গে কথা বলেছি। এ বিষয়ে বিস্তারিত জানাতে আরও কয়েকদিন সময় চেয়েছেন তারা।

আইনিউজ/আরআর

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ