Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫,   আষাঢ় ২৩ ১৪৩২

প্রবাস ডেস্ক

প্রকাশিত: ১০:৪৯, ২০ জুলাই ২০২০
আপডেট: ১১:১৩, ২০ জুলাই ২০২০

ফ্রান্সে বাংলাদেশি যুবক নির্মম হত্যাকাণ্ডের শিকার

ফ্রান্সের সারজি এলাকায় বাংলাদেশি জালাল মিয়া (৩০) নামে এক যুবক নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। নিহত জালাল সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের ধীতপুর গ্রামের মৃত আম্ভর আলীর ছেলে।

এ ঘটনা শনিবার মধ্যরাতে সারজি এলাকার সরকারি বাসায় ঘটে। তার মোবাইল ফোন ও কিছু ইউরো ছিনিয়ে নিতে তাকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।

এ তথ্য নিশ্চিত করেছেন তার বড় ভাই যুক্তরাজ্য প্রবাসী আহাজ মিয়া।

আহাজ মিয়া জানান, ফ্রান্সের সরকারি একটি বাসায় দুই আফ্রিকান নাগরিকের সঙ্গে বসবাস করতেন জালালসহ আরও এক বাংলাদেশি। শনিবার রাতে দুই আফ্রিকান ব্যক্তি তাকে হত্যা করে। পরে মরদেহ খাটের খুটিতে ঝুলিয়ে রাখে তারা। খবর পেয়ে লাশ উদ্ধার করে হেফাজতে নেয় পুলিশ। গ্রেফতার করে আফ্রিকান নাগরিকসহ ৩ জনকে।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়