তনিমা রশীদ
ডিভি লটারি আবেদনের নিয়ম
বেশ আগে থেকেই ডিভি লটারির মাধ্যমে স্বপ্নের দেশ আমেরিকা যাওয়ার সুযোগ করে দিয়েছে দেশেটির কর্তৃপক্ষ। তবে এজন্য জানতে হবে ডিভি লটারি আবেদনের নিয়ম। স্বপ্নের দেশ আমেরিকা গোটা পৃথিবীর উন্নত দেশগুলোর মধ্যে অন্যতম। সেখানে মানুষের সমস্ত মৌলিক চাহিদা পূরণের জন্য রয়েছে উন্নত ব্যবস্থা।
সেখানের জীবন যাত্রার মান, কর্মসংস্থান ও অবকাঠামো বিশ্বের সকল ধরনের মানুষকে আকৃষ্ট করেছে। আধুনিক ও স্বচ্ছল জীবনযাপনের উদ্দেশ্যে সারা বিশ্ব থেকে অভিবাসীরা পাড়ি জমায় এই দেশে। আমেরিকার সরকারও চান পৃথিবীর সকল প্রান্ত থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই এই দেশে আসুক এবং এই দেশকে কয়েক গুণ এগিয়ে নিয়ে যাক। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্নধরনের ভিসার ব্যবস্থা করেছে। তাদের মধ্যে ডিভি (ডাইভার্সিটি) ভিসা সবচেয়ে সহজ ও বহুল প্রচলিত ভিসা।
ডিভি লটারি এর মাধ্যমে সারা পৃথিবী থেকে লটারির মাধ্যমে প্রতি বছর প্রায় ৫৫০০০ জনকে আমেরিকার ভিসা দেওয়া হয়। আজকের এই আলোচনায় ডিভি লটারির আবেদনের নিয়ম সম্পর্কে বলা হবে, তবে এর আগে জেনে নিন ডিভি লটারি এর সম্পর্কে।
ডিভি লটারি কী
ডিভি লটারিতে আবেদনের নিয়ম জানার আগে যেনে নিতে হবে ডিভি লটারি কী? ডিভি এর পূর্ণরূপ হলো ডাইভার্সিটি। একে গ্রিন কার্ড লটারিও বলা হয়। আমেরিকায় বৈধভাবে যাওয়ার জন্য ও বসবাসের জন্য আমেরিকান পররাষ্ট্র মন্ত্রণালয় এ ভিসার প্রচলন করেছে। এই ভিসা লটারির মাধ্যমে পৃথিবীর সব দেশের মানুষকে আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দেয়।
ডিভি লটারি কেনো চালু হয়
১৯৮৭ সালে আমেরিকার রাষ্ট্রপতি রোনাল্ড রিগ্যান সেসময় আমেরিকাতে অবৈধভাবে দীর্ঘদিন যাবত বসবাসরত ২০ লাখ মেক্সিকানকে সাধারণ ক্ষমা ও স্থায়ীভাবে বসবাসের জন্য গ্রিন কার্ড দেওয়ার বিল পাস করেন। গ্রিন কার্ড হলো সেই কার্ড যার মাধ্যমে আপনি আমেরিকাতে স্থায়ীভাবে বসবাস ও কাজ করার সুযোগ পাবেন। রোনাল্ড রিগ্যান এই কার্ড বিশ্বের অন্যান দেশের নাগরিকদের আমেরিকায় স্থায়ীভাবে থাকার জন্যও দিয়েছেন, কারণ তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতিগত বৈচিত্র্য নষ্ট হয়ে যাওয়ায় দুশ্চিন্ত ছিলেন। তাই ডিভি লটারি বা গ্রিন কার্ড লটারির মাধ্যমে আমেরিকার জাতিগত বৈচিত্র্য ফিরিয়ে নিয়ে আসা এবং তা সংরক্ষণের চেষ্টা করেছিলেন। এতে অংশগ্রহণকারীদের যোগ্যতা ও আবেদনের নিয়ম সহজ করে দিয়েছেন। যাতে আবেদনকারী প্রত্যেকেই আমেরিকায় অভিবাসনের সুযোগ পায়।
কখন থেকে ডিভি লটারি চালু হয়
“এনপি-৫ লটারি প্রোগ্রাম” নামে সর্বপ্রথম ডিভি লটারি চালু হয়েছিলো ১৯৮৭ সালে। ৩৬ টি দেশ থেকে অংশগ্রহণকারীদের মধ্যে ৫০০০ জন কে এ ভিসা দেওয়া হয় প্রথম দুই বছরেই। এরপর লটারির জন্য ভিসার সংখ্যা ৫০০০ থেকে বাড়িয়ে ১৫০০০ করা হয়।
১৯৯০-৯১ সালে এ লটারির নাম পরিবর্তন করে রাখা হয় “ওপি-১ প্রোগ্রাম”। সেই সময় দশ হাজার অভিবাসীকে ভিসা দেওয়া হয়েছিল। এরপরের দুই বছরে এই প্রোগ্রামের নাম আবার পরিবর্তন করে “এএ-১ প্রোগ্রাম” দেওয়া হয়। তখন ৩৭ টি দেশের আবেদনকারীর মধ্যে ৪০,০০০ জনকে ভিসা দেওয়া হয়। তবে এর মধ্যে আয়ারল্যান্ডের জন্য ১৬০০০ গ্রিন কার্ড সংরক্ষিত ছিলো। এরপর ১৯৯৪ সালে এই প্রোগ্রামটির আবার নাম পরিবর্তন করে এর বর্তমান নামে রাখা হয়।
যে দেশগুলোকে ডিভি লটারির সুযোগ দেওয়া হয়
ডিভি লটারি আবেদনের নিয়ম অনুযায়ী সেই দেশগুলোকে ডিবি লটারির সুযোগ দেওয়া হয় যে দেশের অভিবাসী আমেরিকাতে কম। বর্তমানে ৫৫,০০০ গ্রিন কার্ডের কোঠা করেছে আমেরিকা। যারা এই কোঠা পূর্ণ করে তাদের ডিভি লটারি থেকে বাদ দেওয়া হয়। কারণ, একই দেশের বেশি সংখ্যক অভিবাসী আমেরিকাতে থাকলে তারা একত্রিত হয়ে রাষ্ট্র বা সরকার বিরোধী কোনো কাজ বা আন্দোলন করতে পারে। যা আমেরিকার জন্য কোনো বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই কোঠা পূর্ণ হয়ে গেলে তাদের বাদ দিয়ে বাকিদেরকে সুযোগ করে দেওয়া হয়। তাই সেসব দেশকে সুযোগ দেওয়া হয় যেসব দেশের কোঠা এখনো পূরণ হয়নি।
ডিভি লটারি ২০২২ সালে বন্ধ থাকবে বাংলাদেশিদের জন্য
কোঠা পূর্ণ হয়ে যাওয়ায় ডিভি লটারি ২০২২ সালে বন্ধ থাকবে বাংলাদেশিদের জন্য। ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত কোনো বাংলাদশি নাগরিক সরাসরি ডিভি লটারিতে আবেদন করতে পারে নি। কারণ, আমেরিকা প্রত্যেক দেশের জন্য ৫০,০০০ গ্রিন কার্ডের কোঠা চালু করেছিলো। যে দেশের কোঠা শেষ হয়ে যায় তাদের বাদ দিয়ে দেওয়া হয়। ডিবি লটারি আবেদনের নিয়ম অনুসারে বাংলাদেশ ২০১২ সালে এ কোঠা পূর্ণ করে নেয়। যার কারণে ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত সরাসরি কোনো বাংলাদেশি ডিভি লটারিতে আবেদন করতে পারে না।
বাংলাদেশসহ যেসব দেশে ডিভি লটারি বন্ধ
বাংলাদেশসহ আরো ১৮ টি দেশে এ ডিভি লটারি বন্ধ করা হয়েছে। এসব দেশে ডিভি ভিসার কোঠা পূরণ হয়ে গেছে বলে সেখানে বন্ধ করা হয়েছে। দেশগুলো হলো-
১. ভারত
২. পাকিস্তান
৩. চীন (হংকং সহ)
৪. কানাডা
৫. ব্রাজিল
৬. কলোম্বীয়া
৭. ডোমিনিকা প্রজাতন্ত্র
৮. এল সালভাদর
৯. গুয়াতেমালা
১০. হাইতি
১১. হন্ডুরাস
১২. নাইজেরিয়া
১৩. ফিলিপাইন
১৪. মেক্সিকো
১৫. দক্ষিণ কোরিয়া
১৬. ভিয়েতনাম
১৭. জামাইকা
১৮. ইংল্যান্ড (উত্তর আয়ারল্যান্ড ছাড়া এবং এর উপর নির্ভরশীল অঞ্চল ছাড়া)।
২০২২ সালে বাংলাদেশিরা যেভাবে ডিভি লটারির জন্য আবেদনের করতে পারবে
- আরও পড়ুন- শীতকালীন শাকসবজির গুণাগুণ
২০১৩ সাল থেকে এখন পর্যন্ত সরাসরি ডিভি লটারিতে আবেদন করতে পারবে না বাংলাদেশিরা। কোঠা পূর্ণ হওয়ায় ডিভি লটারি বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশিদের জন্য।
তবে দুটি শর্তে একজন বাংলাদেশি হয়েও ডিভি লটারিতে আবেদন করা যাবে। শর্ত দুটি হলো
- আপনি যদি কোঠা শেষ হয়ে যাওয়া দেশের অস্থায়ী নাগরিক হন। আর আপনার মা-বাবার মধ্যে কেউ একজন কোঠা শেষ হয়নি এমন কোনো দেশের একটিতে জন্মগ্রহণ করে থাকেন বা সেখানে স্থায়ী বাসিন্দা৷ তাহলে তাদের পরিচয়ে আপনি আবেদন করতে পারবেন।
- যদি আপনি সেই দেশে জন্মগ্রহণ করেন বা সেখানের স্থায়ী সদস্য হন যেখানের ডিবি লটারির কোঠা পূর্ণ হয়ে গেছে তাহলে আপনি নিজের নামে আবেদন করতে পারবেন না। তবে আপনার স্বামী বা স্ত্রী কোঠা শেষ হয়নি এমন কোনো দেশে জন্মগ্রহণ করেন বা স্থায়ীভাবে বসবাস করছেন তাহলে তার নামে আবেদন করতে পারবেন।
ডিভি লটারি আবেদনের নিয়ম
২০০৩ সালে ডিভি লটারির আবেদন অনলাইনে করার ব্যবস্থা করা হয়। যোগ্য দেশ এই আবেদন করতে পারবে। আবেদনের জন্য কোনো ফি দিতে হয় না। তবে ডিভি লটারি বিজয়ীদের ভিসা গ্রহণের সময় নির্ধারীত ফি জমা দিতে হয়।
- আরও পড়ুন- ২০২২ এ তিনগুণ বেশি বাংলাদেশিরা পাবেন ইতালির ভিসা
- আরও পড়ুন- চুলের যত্নে জবা ফুলের প্যাক
ডিবি লটারি আবেদনের নিয়ম খুব সহজ দিয়েছে আমেরিকান পররাষ্ট্র মন্ত্রণালয়। আবেদনের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে নির্ধারিত আবেদনের ফর্মটিতে নিম্নলিখিত বিষয় গুলো সতর্কতার সাথে পূরন করতে হবে। কোনো রকম ভুল বা মিথ্যা তথ্য দেয় যাবে না।
১. আবেদনকারীর সম্পূর্ণ নাম
২. জন্ম তারিখ ও জন্মস্থান
৩. দেশ / জাতীয়তা
৪. আবেদনকারীর সাম্প্রতিক ছবি
৫. বর্তমান ঠিকানা
৬. বর্তমান যে দেশের বাসিন্দা
৭. মোবাইল ফোন নাম্বার
৮. ই-মেইল ঠিকানা (যদি থাকে)
৯. সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা ও প্রতিষ্ঠান
১০ বৈবাহিক অবস্থা
১১. সন্তানের সংখ্যা (যদি সন্তানের বয়স ২১ বছরের নিচে হয়)
১২. স্বামী অথবা স্ত্রীর তথ্য
১৩. সন্তানের তথ্য।
সবশেষে বলা যায়, একজন বাংলাদেশি নাগরিক হিসেবে আপনি ডিভি লটারিতে আবেদন করতে পারবেন না। যদি না আপনার বাবা/মা/স্বামী/স্ত্রী/সন্তান কেউই আবেদন করার মতো কোনো যোগ্য দেশে কিংবা আমেরিকাতে বসবাস না করেন।
- আরও পড়ুন- কম দামে সেরা ৫টি গেমিং ফোন
আইনিউজ/টিআর/এসডি
দেখুন আইনিউজের বিভিন্ন ভিডিও খবর
দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
মৌলভীবাজারের বিস্ময় বালিকা : ১৯৫ দেশের রাজধানীর নাম বলতে পারে
১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন
মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত
প্রকৃতির সন্তান খাসি - খাসিয়া জনগোষ্ঠী
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি