লন্ডন প্রতিবেদক
আপডেট: ২২:১৭, ১৫ সেপ্টেম্বর ২০২৫
লন্ডনে ত্রয়োদশ বাংলাদেশ বইমেলার প্রথম দিন ছিলো উৎসবমুখর

ত্রয়োদশ বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০২৫।
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের ব্রাডি আর্টি অ্যান্ড কমিউনিটি সেন্টারে রোববার (১ সেপ্টেম্বর) উদ্বোধন হয়েছে দুইদিনব্যাপী ত্রয়োদশ বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০২৫। সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, যুক্তরাজ্য এই আয়োজন করে।
সোমবার বেলা দুইটায় ফিতা কেটে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বর্ষিয়ান শিক্ষাবিদ, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক, লেখক প্রফেসর ড. মাহমুদ শাহ কোরেশি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক কবি শামীম আজাদ, একুশের পদকপ্রাপ্ত বিশিষ্ট কণ্ঠশিল্পী শুভ্র দেব, কবি ও অনুবাদক প্রফেসর জো ইউন্টার, কবি আবদুল হাসিব ও কবি রোকসানা লেইস।
- অনুষ্ঠানে বিলাতের খ্যাতিমান কবি ও ছড়াকার দিলু নাসেরকে ‘সাহিত্য পদক’, কবি আতাউর রহমান মিলাদকে ‘গুণিজন পদক’ এবং সংগঠনের সহ-সম্পাদক কবি এম. মোসাইদ খান ও নাট্যজন স্মৃতি আজাদকে যৌথভাবে সংগঠনের ‘বেস্ট পারফর্মার পদক’ দেওয়া হয়।
বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত মেলার দ্বিতীয় পর্বে ছিল ‘সাহিত্য চর্চায় অনুবাদের গুরুত্ব’ শীর্ষক সেমিনার। কবি ইকবাল হোসেন বুলবুলের সঞ্চালায় অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন, লেখক-গবেষক ও অনুবাদক প্রফেসর ড. সেলিম জাহান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রবন্ধিক ও কথাশিল্পী সাগর রহমান। মূখ্য আলোচক ছিলেন প্রফেসার জো উইন্টার, গবেষক ও অনুবাদক গৌরাঙ্গ মোহান্ত এবং কবি মিলটন রহমান।
বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত ছিল ইংরেজ কবিদের কবিতা পাঠ। এতে অংশগ্রহণ করেন স্টিফেন ওয়াট্স, ডেভিট লি. মর্গান, অ্যামি ন্যালসন, রাপায়েল পি. ক্রুজ প্রমুখ।
সন্ধ্যা ৭টা থেকে ৮টা পর্যন্ত পঞ্চমপর্বে ছিল ‘পাণ্ডুলিপি থেকে মঞ্চে’ শীর্ষক নতুন বইয়ের মোড়ক উন্মোচন। এতে নতুন প্রজন্মের লেখক জয়নাব চৌধুরী, ইউসুফ আবদুর রহমান, কবি আহমদ হোসেন হেলাল, গীতিকবি মাহফুজা রহমান, কবি সাদেকা সিদ্দিকী জ্যোতি, কথাশিল্পী সাওদা মুমিন এবং কবি ও নাট্যকার এম. মোসাইদ খানের বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত ছিল কবিতা পাঠরে আসর ও আবৃত্তি।
এ বছর বাংলাদেশ থেকে মেলায় অংশগ্রহণকারী প্রকাশনীর মধ্যে ছিল - দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, সাহিত্য প্রকাশ, ইত্যাদি গ্রন্থ প্রকাশ, স্বরবৃত্ত, পরিবার পাবলিকেশন, কবি প্রকাশনী, অনিন্দ্য প্রকাশ, অন্বেষা প্রকাশন এবং অভ্র। পুরোদিন মেলায় হল ভরতি বইপ্রেমি পাঠক-লেখকদের প্রাণবন্ত উৎসবমুখর উপস্থিতি ছিল। প্রথম দিনের বই বিক্রির তালিকায় শীর্ষে ছিল ইউনির্ভাসিটি প্রেস থেকে প্রকাশিত ফারুক আহমদের ‘সিলেটের ইতিহাস : ব্রিটিশ আমল’ এবং ‘বিলাতে বাঙালি অভিবাসন’ গ্রন্থদ্বয়।
অনুষ্ঠান চলবে আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) মধ্যরাত পর্যন্ত।
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি