Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১১ জুলাই ২০২৫,   আষাঢ় ২৬ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৫৬, ২৪ সেপ্টেম্বর ২০২০

বার্সায় ফাতির রিলিজ ক্লজ বেড়ে ৪০ কোটি ইউরো

নতুন মৌসুমে আনুষ্ঠানিকভাবে বার্সেলোনার প্রথম সারির দলে উন্নিত করা হলো তরুণ ফুটবলার অনসু ফাতিকে। আর তাতে পূর্ব ঘোষণা অনুযায়ী বাড়ানো হলো তার রিলিজ ক্লসের অর্থের পরিমাণও। গিনি বিসাউয়ে জন্ম নেওয়া এই ফুটবলারের বাই আউট বাড়িয়ে করা হয়েছে ৪০ কোটি ইউরো।

সবশেষ মৌসুমে বার্সেলোনার মূল দলের যে কয়েকটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন তাতে দুর্দান্ত নৈপুণ্য দেখান অনসু ফাতি। লিওনেল মেসিদের সঙ্গী হয়ে সব ধরনের প্রতিযোগিতায় করেন আট গোল। তখন কাতালান ক্লাবটির ‘বি’ টিমের তালিকাভুক্ত খেলোয়াড় ছিলেন তিনি। অবশ্য দ্বিতীয় সারির দলের হয়ে কখনো মাঠে নামতে দেখা যায়নি আক্রমণভাগের এই খেলোয়াড়কে।

পারফরম্যান্স বিবেচনায় গত ডিসেম্বরে ফাতির সঙ্গে নতুন চুক্তি করে বার্সেলোনা। চুক্তি অনুযায়ী ২০২২ সাল পর্যন্ত ক্লাব ন্যুর ক্লাবটির হয়ে খেলবেন তিনি। আর ওই চুক্তিতে তার রিলিজ ক্লজ ১০ কোটি ইউরো থেকে বাড়িয়ে করা হয়েছিল ১৭ কোটি ইউরো। তখন বলা হয়েছিল, অফিশিয়ালি তিনি মূল দলের খেলোয়াড় হলে বাই আউট ক্লজ বাড়িয়ে ৪০ কোটি ইউরো করা হবে। তাই করা হলো।

বার্সেলোনার মূল দলে ফাতির জার্সি নম্বর হতে যাচ্ছে ২২। জার্সিটি পরতেন ক্লাবের তারকা খেলোয়াড় আর্টুরো ভিদাল, যিনি চলতি সপ্তাহে বার্সা ছেড়ে ইন্টার মিলানে পাড়ি জমান।

বার্সেলোনা শিবিরে এরই মধ্যে এক বছর পূর্ণ করেছেন ফাতি। গড়েছেন ক্লাবটির হয়ে বেশ কয়েকটি রেকর্ডও। লা লিগায় কাতালান দলটির ইতিহাসে সবচেয়ে কম বয়সে গোলের কীর্তি গড়ার পর চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে কম বয়সে গোলের রেকর্ড গড়েন তিনি। সেই সঙ্গে স্পেন জাতীয় দলের হয়েও সবচেয়ে কম বয়সে গোলের রেকর্ড গড়েন ফাতি।

Green Tea
সর্বশেষ