Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫২, ১৭ মে ২০২০
আপডেট: ১৬:৫৭, ১৭ মে ২০২০

 ১৬ শিক্ষার্থীকে ঈদ উপহার দিল শাবির ‘এফইটি এ্যালামনাই এসোসিয়েশন’

মহামারী করোনা ভাইরাসের কারনে আর্থিক সমস্যায় থাকা ১৬ জন শিক্ষার্থীকে ঈদ উপহার দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি (এফইটি) বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন' এফইটি এ্যালামনাই এসোসিয়েশন'। বিভাগটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের জন্য এ ঈদ উপহার দেওয়া হয়েছে। 

রবিবার সকালে (১৬ মে) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান, সংগঠনটির সাধারন সম্পাদক ও বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আফজাল হোসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমাদের সবগুলো ব্যাচ মিলেই এফইটি পরিবার। তাই এই দুঃসময়ে আমাদের বন্ধু ও ছোট ভাইবোনদের মধ্য যারা সমস্যাগ্রস্থ তাদের সবাইকে নিয়েই আমরা হাসিখুশিভাবে ঈদ উদযাপন করতে চাই। এরই অংশ হিসেবে প্রাথমিক অবস্থায় বিভাগের সাবেক ও বর্তমান মোট ১৬ জন শিক্ষার্থীকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৫,০০০ হাজার  টাকা করে ইদ উপহার পৌঁছে দেয়া হয়েছে। আমাদের এ উদ্যোগে বিভাগের সাবেক শিক্ষার্থীরা ছাড়াও কয়েকজন সম্মানিত শিক্ষকও শামিল হয়েছিলেন। তাঁদের প্রতি অপরিসীম কৃতজ্ঞতা জানাচ্ছি। তবে আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।

সংগঠনটির সভাপতি সৈয়দা নীলিমা আক্তার তহবিল সংগ্রহে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের আহ্বানে সাড়া দিয়ে যাঁরা অর্থ ও শ্রম দিয়ে সহযোগিতা করছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। করোনাকালীন সময়ে আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।

 

 

Green Tea
সর্বশেষ