শাবি প্রতিনিধি
আপডেট: ২২:৫৩, ১৮ মে ২০২০
৪৩ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা করেছে শাবির সমাজকর্ম বিভাগ

করোনা ভাইরাসের এ দুর্যোগকালীন সময়ে আর্থিক সমস্যায় পড়া শিক্ষার্থীদের সহায়তা করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ। বিভাগটির পক্ষ থেকে ৪৩ শিক্ষার্থীকে ১ লক্ষ ৪৯ হাজার টাকার এ সহায়তা করা হয়েছে। আর ঈদ-উল-ফিতরের পূর্বে আরো ৫০ শিক্ষার্থীকে সহায়তা করা হবে বিভাগটির পক্ষ থেকে।
সোমবার (১৮ মে) সন্ধ্যায় আইনিউজকে এ বিষয়ে জানান, বিভাগটির প্রধান অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।
এসময় তিনি আরো বলেন, বর্তমান করোনা ভাইরাসকালীন সময়ে বিশ্ববিদ্যালয় ও আবাসিক হল বন্ধ থাকায় শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়তে বাধ্য হয়েছেন। ফলে, অনেক শিক্ষার্থী টিউশনি কিংবা অন্যান্য আয়ের মাধ্যমগুলো হারিছেন। যেগুলো তাদের এবং পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম ছিল। এধরনের আর্থিক সমস্যায় থাকা সমাজকর্ম বিভাগের ৪৩ শিক্ষার্থীকে বিকাশের মাধ্যমে ১ লক্ষ ৪৯ হাজার টাকা সহায়তা করা হয়েছে। এবং ঈদ-উল-ফিতরের পূর্বে আরো ৫০ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দেওয়া হবে। এছাড়া, করোনাকালীন সময়ে এ সহায়তার কার্যক্রম অব্যাহত থাকবে।
জিএম ইমরান হোসেন/ শাবি প্রতিনিধি/ আইনিউজ
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক