Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

ডেস্ক নিউজ

প্রকাশিত: ২১:৫৯, ১৯ মে ২০২০

করোনা: মৌলভীবাজারে হোস্টেল ভাড়া মওকুফের দাবিতে স্মারকলিপি

মৌলভীবাজার সরকারি কলেজের হোস্টেলে থাকা শিক্ষার্থীদের হোস্টেল ভাড়া মওকুফের দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকের আহমদ অপু।

মঙ্গলবার সকালে অধ্যক্ষ ড. মো. ফজলুল আলীর বাসায় গিয়ে তিনি স্মারকলিপিটি প্রদান করেন। জাকের ওই কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র। ।

স্মারকলিপিতে তিনি উল্লেখ করেন, "করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবে বিশ্বের সাথে বাংলাদেশের মানুষ ও বিপর্যস্ত। সেই ধারাবাহিকতায় মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থীরা এবং তাদের পরিবারের সদস্যরা এই মহামারির প্রভাবে চরম অভাব অনটনের মধ্যে দিনাতিপাত করেছে। এমতাবস্থায় আপনার কাছে বিনীত আবেদন  এই যে, যেহেতু কলেজের ছাত্র ও ছাত্রী হোস্টেলের শিক্ষার্থীরা নিজ বাড়িতে অবস্থান করছে,তাই তাদের হোস্টেল ভাড়া করোনা শুরু থেকে এখন পর্যন্ত এবং যতদিন এই ভাইরাসের প্রাদুর্ভাব থাকবে ততদিন পর্যন্ত তাদের হোস্টেল ভাড়া মওকুফ করে আপনার মহৎ হৃদয়ের দৃষ্টান্ত স্থাপন করবেন এবং পাশাপাশি দরিদ্র শিক্ষার্থীদের কলেজের দরিদ্র তহবিল থেকে এই সংকটকালীন সময়ে সহযোগিতা করার দাবি জানানো হয়।
 

Green Tea
সর্বশেষ