শাবি প্রতিনিধি
প্রকাশিত: ২৩:০৭, ২৩ মে ২০২০
আপডেট: ২৩:০৯, ২৩ মে ২০২০
আপডেট: ২৩:০৯, ২৩ মে ২০২০
শাবির সমাজবিজ্ঞান অ্যালামনাইয়ের ইফতার বিতরণ

নিম্নবিত্ত মানুষদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
শনিবার (২৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক জাহাঙ্গীর হাসান।
তিনি জানান, সমাজবিজ্ঞান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ডি এর সামনে ৩য় ধাপে শতাধিক গরীব ও দুস্থ পরিবার এবং ক্যাম্পাসের নিরাপত্তা কর্মীদের ইফতারসামগ্রী দেওয়া হয়েছে।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আল আমিন রাব্বীর সঞ্চালনায় ইফতার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, অ্যালামনাইয়ের সভাপতি মো. আখতারুজ্জামান চৌধুরী, অ্যালামনাইয়ের সাবেক সভাপতি রাশেদুল হক, সাংগঠনিক সম্পাদক ও সহকারী অধ্যাপক আশীষ কুমার বনিক, প্রচার সম্পাদক জাহাঙ্গীর হাসান প্রমুখ।
ইফতার সামগ্রী বিতরণকালে অ্যালামনাইয়ের সভাপতি মো. আখতারুজ্জামান চৌধুরী উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। এসময় তিনি সমাজবিজ্ঞান পরিবারের সকলকে অধিক হারে এই চলমান কার্যক্রমে অংশগ্রহণের আহবান জানান। এছাড়া বিভাগের শিক্ষার্থীদের সহায়তার এ কার্যক্রম সচল রাখা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, প্রথম ধাপে অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে ৫০ জন অসহায় মানুষকে সহায়তা দেয়া হয়। দ্বিতীয় ধাপে পরিচয় গোপন রেখে বিভাগের অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা দেয়া হয়েছে।
জিএম ইমরান হোসেন/ শাবি প্রতিনিধি/ আইনিউজ
আরও পড়ুন
শিক্ষা ও ক্যাম্পাস বিভাগের সর্বাধিক পঠিত
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
সর্বশেষ