Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ১২:১৯, ২৪ মে ২০২০
আপডেট: ১২:২২, ২৪ মে ২০২০

২৭ পরিবারের পাশে জিডিএন সাস্ট

করোনা মহামারিতে অনেক মানুষের উপার্যনের চাকা থমকে গিয়েছে। তাদের বেশিরভাগই নিম্ন শ্রেণি থেকে মধ্যবিত্ত শ্রেণির মানুষ। এ পরিস্থিতি বিবেচনা করে প্রথম বারের মত শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ভিত্তিক সংগঠন গ্রাজুয়েট ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সাস্ট (জিডিএন সাস্ট) অস্বচ্ছল  ২৭ টি পরিবারের পাশে দাড়িয়েছে।

শনিবার মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১০ জন শাবিপ্রবির টং দোকান মালিক, জন গৃহকর্মী এবং টি দরিদ্র পরিবারকে এই সাহায্য করা হয়। এই কার্যক্রমের সমন্বয়ক হিসেবে ছিলেন মিনহাজুল ইসলাম ইমন। এছাড়া কার্যক্রমের সদস্য ছিলেন সিয়াম বিন নুর, এমডি সজিব, মাসুম চৌধুরি, জাকির হোসেন, এমাদ ফাহিম, সাকিব মুবালিগ, মোহাম্মদ মুনির চৌধুরি, আবির মাহমুদ।

সংগঠনটির সভাপতি জোবায়ের খান বলেন, "আলহামদুলিল্লাহ সবার সহযোগীতায় আমরা আজকে চ্যারিটির সব টাকা ডিস্ট্রিবিউট শেষ করতে পেরেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আশা করি এই দুর্যোগপূর্ণ  সময়ে সমাজের বিত্তবানরা এই কাজে আরো এগিয়ে আসবে।"

উল্লেখ, ২০১৫ সাল থেকে জিডিএন সাস্টের যাত্রা শুরু করে।

 

জিএম ইমরান হোসেন/ শাবি প্রতিনিধি/ আইনিউজ

Green Tea
সর্বশেষ