Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৬, ১৪ জুলাই ২০২০

শাবি প্রশাসনকে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার আহ্বান শিক্ষার্থীদের

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মাহির চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের জবাবদিহিতা এবং ক্ষমাপ্রার্থনাসহ ৪ দফা দাবিতে বিবৃতি দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (১৩ জুলাই) গনমাধ্যমে প্রেরিত  বিশ্ববিদ্যালয়ের ৬৭৫ জন শিক্ষার্থী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মাহিরের মামলাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ববান ব্যক্তিদের কর্মকাণ্ড ও কথাবার্তায় আমরা বার বার হতাশ হয়েছি। তাদেরসহ সমগ্র বিশ্ববিদ্যালয় প্রশাসন যে দিন দিন জবাবদিহিতার ঊর্ধ্বে উঠে যাচ্ছে তাও শিক্ষার্থীদের জন্য শঙ্কার বলে মনে করছি আমরা।

বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের নিকট ৪ দফা দাবি জানানো হয়  শিক্ষার্থীদের পক্ষ থেকে। দাবিগুলোর মধ্যে রয়েছে- প্রশাসনের মামলা প্রত্যাহারের প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে নিস্পত্তি করা এবং মামলা প্রত্যাহার প্রক্রিয়া কবে নাগাদ সম্পন্ন হবে তার তারিখ সবাইকে জানানো। এছাড়া সম্পূর্ণ ঘটনায় প্রশাসনিক বিভিন্ন দায়িত্বশীল পদে নিয়োজিত ব্যক্তিদের অনৈতিক কর্মকান্ড দায়িত্বজ্ঞানহীন বক্তব্যগুলোর পরও শিক্ষার্থীরা কেন তাদের উপর আস্থা রাখবে স্ব-স্ব অবস্থান থেকে প্রশাসনিক কর্মকর্তাদের তা জবাবাদিহিতা করা

শিক্ষার্থীরা বিজ্ঞপ্তিতে মাহিরের বিরুদ্ধে প্রতিহিংসার বশবর্তী হয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে তার ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনকে বিভীষিকাময় করে তোলার জন্য শাবিপ্রবি প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে সকলের কাছে ক্ষমা চাওয়ারও দাবি জানায়। পরবর্তী সময়ে আর কখনোই কোনো শিক্ষার্থী এমন প্রশাসনিক হয়রানির শিকার হবে না এই মর্মে শিক্ষার্থীদের কাছে শাবিপ্রবি প্রশাসনকে অঙ্গীকারনামা দেওয়া।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার প্রতিবেদককে বলেন, শিক্ষার্থীরা যে চার দফা দাবি তুলেছে তা আমি তোমার কাছ থেকে প্রথম শুনলাম। এ ব্যাপারে আমি কোন মন্তব্য করতে ইচ্ছুক নই। 

 

জিএম / শাবি প্রতিনিধি/ আইনিউজ

Green Tea
সর্বশেষ