Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

শিক্ষা ও ক্যাম্পাস

প্রকাশিত: ০০:৫১, ২৪ জুলাই ২০২০
আপডেট: ০১:১৯, ২৪ জুলাই ২০২০

কর্মক্ষেত্রে এগিয়ে থাকার মন্ত্র

কর্মক্ষেত্রে প্রথাগত কাজের পাশাপাশি অতিরিক্ত কিছু দক্ষতা বর্তমানে প্রায় সব পেশাতেই কাজে লাগে। কী সেসব দক্ষতা?

তথ্যপ্রযুক্তির জ্ঞান

বর্তমান সময়ে প্রায় সবকিছুই তথ্যপ্রযুক্তিনির্ভর হয়ে গেছে। প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের কাজও প্রযুক্তিনির্ভর হয়ে যাচ্ছে। এসব কারণে আপনি যে পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গেই যুক্ত হোন না কেন, আপনাকে অবশ্যই তথ্যপ্রযুক্তি জানতে হবে। করপোরেট কোচের মুখ্য পরামর্শক যিশু তরফদারের মতে, ‘তথ্যপ্রযুক্তিগত জ্ঞান না থাকলে একজন পেশাজীবীকে একটি ক্ষেত্রে পঙ্গু হয়ে থাকতে হয়। পেশার ক্ষেত্র উন্নয়নে যা কখনোই কোনো ইতিবাচক বিষয় নয়।’ এ ক্ষেত্রে কম্পিউটারের সাধারণ ব্যবহারের পাশাপাশি ছোটখাটো সমস্যা নিজে নিজে সমাধান করতে পারা, বাংলা ও ইংরেজি দ্রুত, নির্ভুলভাবে টাইপ করতে পারা, ইন্টারনেটের ব্যবহার যেমন ই-মেইল করা বা তার উত্তর দেওয়া ইত্যাদি জানা জরুরি।
আর পেশার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন সফটওয়্যারের ব্যবহার জানা, পাওয়ার পয়েন্টের মাধ্যমে বিভিন্ন বিষয় উপস্থাপনা করাটাও জানতে হবে। মোটকথা, কোনো প্রতিষ্ঠানেই তথ্যপ্রযুক্তির অজ্ঞতা এখন আর গ্রহণযোগ্য হবে না।

যোগাযোগের দক্ষতা

যোগাযোগ স্থাপন ছাড়া আমরা কেউই চলতে পারি না। আমাদের প্রাত্যহিক জীবনে চারপাশের মানুষের সঙ্গে নানাভাবে যোগাযোগ রক্ষা করে চলতে হয়। পেশার ক্ষেত্রে সফলতার জন্য যোগাযোগের কৌশল খুবই দরকারি। যে যত ভালোভাবে এ কাজ সম্পন্ন করতে পারে, তার কাজ করা তত সহজ হয় এবং এর ওপর নির্ভর করে সে সফলতার মুখ দেখতে পারে অত্যন্ত দক্ষতার সঙ্গে। সব পেশাতেই নিজেকে আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপনা করার কৌশল খুবই দরকারি।

বুঝতে হবে প্রতিষ্ঠানের স্বার্থ

যে প্রতিষ্ঠানে কাজ করা হচ্ছে, সে প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য কী। প্রতিষ্ঠানের চাওয়াই বা কী? এসব বিষয় সব সময় খেয়াল রেখে চলতে হয়। এমন কোনো কাজ করা যাবে না, যা প্রতিষ্ঠানের স্বার্থের বিরুদ্ধে যায় বা প্রতিষ্ঠানের ক্ষতির কারণ হয়ে ওঠে। তাই প্রথমেই প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য কোন দিকে, তা বোঝার চেষ্টা করতে হবে। পেশার ক্ষেত্রে সফল হতে এটিও এক ধরনের কৌশল

ভাষাগত দক্ষতা

প্রতিটি পেশার ক্ষেত্রে দরকারি হলো ভাষাগত দক্ষতা। নির্ভুল ও স্পষ্টভাবে কথা বলার দক্ষতা খুবই জরুরি। বাংলার পাশাপাশি ইংরেজি ভালো বলতে পারা ও লেখার দক্ষতা পেশাগত জীবনে নানাভাবে কাজে লাগে। এ ছাড়া যাঁরা বিদেশি প্রতিষ্ঠানে কাজ করতে ইচ্ছুক, তাঁরা প্রতিষ্ঠানভেদে বিভিন্ন দেশের ভাষা শিখতে পারেন। একাধিক ভাষা জানা থাকলে একদিকে যোগাযোগ যেমন সহজ হয়, অন্যদিকে কর্মক্ষেত্রে একটি ভালো অবস্থান তৈরি হয়।

জেএ/আই নিউজ

Green Tea
সর্বশেষ