Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৮, ২ আগস্ট ২০২০

সস্ত্রীক করোনায় আক্রান্ত জাবির অধ্যাপক আনু মুহাম্মদ

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ ও তার স্ত্রী শিল্পী বড়ুয়া।শ্রমিক ও নারী অধিকারকর্মী এবং আলোকচিত্রী তাসলিমা আখতার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নমুনা পরীক্ষার রেজাল্টে তাদের ‘কভিড-১৯ পজিটিভ’ আসে। আজ রোববার তাকে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হবে।  

এর আগে তার স্ত্রী শিল্পী বড়ুয়ার কভিড-১৯ ‘পজিটিভ’ রিপোর্ট আসে। গত মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হন। এর দুদিন পর তাকে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

তাসলিমা আখতার জানিয়েছেন, তাদের দুজনই শারীরিকভাবে সুস্থ রয়েছেন। তিনি বলেন, ‘আশা করি তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ