নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চুরি হওয়া ৩৪ কম্পিউটার উদ্ধার

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে চুরি হওয়া ৪৯টি কম্পিউটারের মধ্যে ৩৪টি উদ্ধার করেছে রাজধানীর বনানী থানা-পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ১০টার দিকে বনানী এলাকার হোটেল ক্রিস্টাল ইন থেকে এসব কম্পিউটার উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম জানান, গোপন সংবাদের ভিত্তিতে হোটেলটিতে অভিযান চালানো হলে সেখান থেকে কম্পিউটারগুলো উদ্ধার করা হয় এবং হোটেলের ম্যানেজারসহ হোটেলবয়কে হেফাজতে আনা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত কম্পিউটার এবং আটককৃত ব্যক্তিদের রাতে গোপালগঞ্জ সদর থানার কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় হোটেলের ব্যবস্থাপক দুলাল মিয়া (৪৪) এবং হুমায়ুন কবিরকে (২৪) আটক করা হয়েছে। চুরির সঙ্গে সম্পৃক্ত হোটেলের আরেকজন মালিক গোপালগঞ্জের গোপীনাথপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি পলাশ শরীফসহ বেশ কয়েকজন পলাতক রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হোটেল মালিক দুলাল মিয়া বলেন, তিনি কম্পিউটারগুলো পলাতক পলাশ শরিফের কাছ থেকে নিলামে ক্রয় করে এবং হোটেলের একটি কক্ষে সেগুলো রেখে দেন।
এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক মিজান বলেন, 'আটককৃতদের আমরা হেফাজতে নিয়েছি, আমাদের কাজ অব্যাহত রয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত কিছু বলা সম্ভব হচ্ছে না বলে জানান তিনি।
আইনিউজ/এসডিপি
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক