নিজস্ব প্রতিবেদক
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত ২৫ আগস্ট

ফাইল ছবি
৩১ আগস্টের পর বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে কি না এই বিষয়ে ২৫ আগস্ট সিদ্ধান্ত নেয়া হবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, করোনা সংক্রমণ নিয়ে এখেনা সাবধানি থাকতে চাচ্ছে তারা। তাই সেপ্টেম্বর মাসের শুরুতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে কি না সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। এজন্য ২৫ আগস্ট একটি সভা ডাকা হয়েছে।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।
সচিব মাহবুব হোসেন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ব্যাপারে অনেক মতামত আসছে। আমরা সাধারণত কাছাকাছি সময়ে গিয়ে সিদ্ধান্ত ঘোষণা করি। ২৫ তারিখের পর পরের দফা সিদ্ধান্ত আসবে।
উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পরীক্ষার তারিখ নেয়া প্রসঙ্গে সচিব বলেন, এইচএসসি পরীক্ষা কোনো গোপন বিষয় নয়। পরীক্ষা যখন হবে তার আগে প্রকাশ্যে তারিখ করা হবে। কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষার তারিখ ঘোষণা করবে। এই পরীক্ষা নিয়ে গুজব ছড়ানোর কোনো যৌক্তিকতা নেই।
তিনি বলেন, এইচএসসি একটি পাবলিক পরীক্ষা, এর সঙ্গে আমাদের বিপুল সংখ্যক শিক্ষার্থীর জীবন জড়িত। এটা নিয়ে যদি আমরা গুজব ছড়িয়ে বিভ্রান্ত তৈরি করি, তাহলে শিক্ষার্থীরা বিপদে পড়বে। এর সঙ্গে সাংবাদিকতার দায়বদ্ধতার প্রশ্নও জড়িত।
সরকারের তরফ থেকে কোনো সিদ্ধান্ত বা ঘোষণা না পাওয়া পর্যন্ত এ ধরনের কোনো গুজব না ছড়ানোর জন্যও অনুরোধ জানান তিনি।
উল্লেখ্য, গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৩১ আগস্ট পর্যন্ত বন্ধ ঘোষণা রয়েছে।
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক