নিজস্ব প্রতিবেদক
সেবা দিতে গিয়ে করোনায় আক্রান্ত দুই ছাত্রলীগ নেতা

করোনার সংকটকালে মুমূর্ষু রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা দিতে গিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হলেন ডাকসুর স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী ও ছাত্রলীগের উপ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক সবুর খান কলিন্স। বর্তমানে তারা আইসোলেশনে।
বুধবার (১৯ আগস্ট) সাদ বিন কাদের চৌধুরী এবং সোমবার (১৭ আগস্ট) সবুর খান কলিন্স করোনাভাইরাসে আক্রান্ত হন। তারা দুজনেই বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২৫ জুন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী, বাংলাদেশ ছাত্রলীগের উপ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক সবুর খান কলিন্স ও ডাকসু সদস্য রফিকুল ইসলাম সবুজের উদ্যোগে রাজধানীতে বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করা হয়। তারপর তারা ক্রমান্বয়ে চট্টগ্রাম, ময়মনসিংহে এই সেবা চালু করে।
সাদ বিন কাদের চৌধুরী বলেন, ‘আমি গতকাল করোনা টেস্ট করানোর জন্য নমুনা দিলে আজ আমার করোনা পজিটিভ ফলাফল আসে। বর্তমানে আমরা দুজনই আইসোলেশনে আছি। এছাড়া আমার পরিবারের প্রায় সব সদস্যের মধ্যেই করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিয়েছে। তবে আমরা আমাদের এই সেবা অব্যাহত রাখছি এবং সামনেও এটা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ২৫ জুন থেকে এখন পর্যন্ত সারাদেশে ৭৯১ জন মুমূর্ষু রোগীকে বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান করেন তারা।
আইনিউজ/এসডিপি
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক