Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৫, ২ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৯:৫৭, ২ সেপ্টেম্বর ২০২০

শুধু ভালো ফলাফল নয়, সত্যিকারের মানুষ হতে হবে

ফাইল ছবি

ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল করলেই হবে না, তাদের সত্যিকার ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।

বুধবার ‘বাংলাদেশে উচ্চশিক্ষা: বাস্তবতা ও চ্যালেঞ্জ’ বিষয়ক আলোচনা সভা এবং পিইসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ডিআরইউ সদস্য সন্তানদের সম্মাননা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে ভার্চুয়াল কনফারেন্সে এ কথা বলেন তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) উদ্যোগে সংগঠনের নসরুল হামিদ মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।

ডা. দীপু মনি শিক্ষার্থীদের যেকোনো ধরনের অপরাধ, মাদক, সন্ত্রাস থেকে নিজেদের বিরত রাখার উপর গুরুত্বারোপ করে বলেন, মানবিকতা সততা, নিষ্ঠা ও আন্তরিকতার চর্চা করতে হবে। সত্যিকার মানুষ হয়ে গড়ে উঠতে হবে। বিশ্ব মানবতার জন্য কাজ করতে হবে।

মন্ত্রী আরো বলেন, করোনা মহামারির মধ্যেও শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেয়ার নানা প্রচেষ্টা চলছে। অনলাইন মাধ্যমে শিক্ষার্থীদের ক্লাস নেয়া হচ্ছে। এক্ষেত্রে অভিভাবক ও শিক্ষকরা যথেষ্ট ভূমিকা রাখছেন। চলমান সংকটের কারণে অনেক সমস্যার পরও সন্তানদের পড়াশোনার মধ্যে রাখতে হবে। পড়াশোনার পাশাপাশি তাদের অন্যান্য ভালো কাজেও মনোযোগী করতে হবে। পারিবারিক বন্ধন সুদৃঢ় করতে হবে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- শিক্ষাসচিব মো. মাহবুব হোসেন, এফবিসিসিআই’র সাবেক সভাপতি এম এ কাসেম, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, ডিআরইউর সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী, ডিআরইউর সাবেক সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী ও বর্তমান অর্থ সম্পাদক জিয়াউল হক সবুজ, ডিআরইউর কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ।

অনুষ্ঠানে পিইসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ডিআরইউর ৮২জন সদস্য সন্তানদের মাঝে সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট ও বৃত্তি প্রদান করা হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ