নিজস্ব প্রতিবেদক
৪ ঘন্টার বদলে ২৪ ঘন্টা সময় , স্নাতকে বই খুলেই পরীক্ষা

করোনা পরিস্থিতিতে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ফাইনাল পরীক্ষা অনলাইনে নেবে কলকাতা বিশ্ববিদ্যালয়। ওপেন বুক পদ্ধতিতে হবে পরীক্ষা। স্নাতক স্তরে অনার্সের ছাত্রছাত্রীরা উত্তর লিখে জমা দেওয়ার জন্য চার ঘণ্টার বদলে ২৪ ঘণ্টা সময় পাবেন। জেনারেল কোর্সের পরীক্ষার্থীরাও তিন ঘণ্টার বদলে পুরো একদিন, অর্থাৎ ২৪ ঘণ্টা সময় পাবেন।
স্নাতক স্তরের পরীক্ষা নেওয়া হবে কলেজের মাধ্যমে। বিএ, বিএসসি পার্ট–থ্রি এবং বিকম–এর ফাইনাল সেমেস্টারের প্রশ্নপত্র তৈরি করে বিশ্ববিদ্যালয় বিভিন্ন কলেজের অধ্যক্ষদের পাঠাবে। অধ্যক্ষরা নির্দিষ্ট বিভাগকে। বিভাগের পক্ষ থেকে প্রশ্ন পড়ুয়াদের পাঠানো হবে। নিজের কলেজের ছাত্রছাত্রীদের খাতা সেই কলেজের শিক্ষকরাই মূল্যায়ন করবেন। বিশ্ববিদ্যালয়কে শুধু নম্বর পাঠাতে হবে। স্নাতকোত্তর স্তরের পরীক্ষা নেওয়ার পদ্ধতি ঠিক করবে বিভিন্ন বিভাগের বিভাগীয় কমিটি। স্নাতক এবং স্নাতকোত্তর উভয় স্তরের পরীক্ষাই ১ অক্টোবর থেকে শুরু হবে। ১৮ অক্টোবরের মধ্যে দুটি স্তরের পড়ুয়াদের ফাইনাল পরীক্ষার নম্বরই বিশ্ববিদ্যালয়ে পাঠাতে বলা হয়েছে। যাতে ৩১ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয় সব পড়ুয়ার ফল প্রকাশ করতে পারে।
চার ঘণ্টা বা তিন ঘণ্টার পরীক্ষা ২৪ ঘণ্টা ধরে পরীক্ষা নেওয়া নিয়ে এক প্রশ্নের উত্তরে উপাচার্য সোনালি চক্রবর্তী ব্যানার্জি বলেন, ‘আমরা অনলাইনে বলতে ই–মেল, কম্পিউটার, হোয়াটসঅ্যাপ–এর কথা বলছি। বিশ্ববিদ্যালয় অধ্যক্ষদের পরীক্ষার প্রশ্ন ই–মেল করে পাঠাবে। অধ্যক্ষ সেটা নির্দিষ্ট বিভাগ এবং বিভাগ পড়ুয়াদের পাঠাবে। এবার পড়ুয়াটি সেই প্রশ্ন ডাউনলোড করে তার প্রিন্ট আউট বার করে খাতায় লিখতে পারে। উত্তরপত্র স্ক্যান করে মেল করতে পারে বা হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠাতে পারে। কেউ চাইলে কম্পিউটারে লিখে কলেজকে ই–মেল করতে পারে। এক্ষেত্রে লিঙ্ক না থাকা, ইন্টারনেটের অন্যান্য সমস্যা বা কম্পিউটারে তাড়াতাড়ি লেখার সমস্যা হতে পারে। সেই জন্যই ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।’ যে পড়ুয়ারা কোনওভাবেই অনলাইনে উত্তরপত্র পাঠাতে পারবে না তারা কলেজে এসে খাতা জমা দিতে পারবে বলে জানান উপাচার্য।
বিএ, বিএসসি–র পার্ট–থ্রির ক্ষেত্রে সমস্যা না হলেও অতিমারীর কারণে বিকম–এর চূড়ান্ত সেমেস্টারের ক্লাস হয়েছে ১৪ সপ্তাহের জায়গায় মাত্র তিন সপ্তাহ। এ প্রসঙ্গে উপাচার্য বলেন, ‘অতিমারীর কারণে সিলেবাস শেষ করা যায়নি। সেটা মাথায় রেখেই সিলেবাস যেটুকু শেষ হয়েছে তার মধ্যেই প্রশ্ন করে পরীক্ষা নেওয়া হবে।’ বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। অনার্সের বিষয়ের পরীক্ষা একদিনে শুরু করা হবে। পরীক্ষা ১২টা থেকে শুরু হলে ১০টায় কলেজের কাছে প্রশ্ন পাঠানো হবে। তবে এভাবে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন কোচিং সেন্টারের মাধ্যমে পরীক্ষা দেওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন একাধিক অধ্যক্ষ।
স্নাতকোত্তরের ক্ষেত্রে ঠিক হয়েছে, কবে কি পরীক্ষা কিভাবে নেওয়া হবে তা সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিটি ঠিক করবে। এ ব্যাপারে বিভাগগুলিকে স্বাধীনতা দেওয়া হয়েছে। অনেক কলেজেই স্নাতকোত্তরের বিভিন্ন বিষয় পড়ানো হয়। এক্ষেত্রেও বিভাগের পক্ষ থেকে পরীক্ষা শুরুর আগে কলেজগুলির কাছে প্রশ্ন ই–মেল করে পাঠানো হবে। মূল্যায়ন কে করবে, কলেজ নাকি বিভাগ তা নির্দিষ্ট বিভাগীয় কমিটি ঠিক করবে। এখানেও বিভাগগুলিকে বলা হয়েছে কলেজগুলির সঙ্গে কথা বলতে। যতটুকু পড়ানো হয়েছে তার ভিত্তিতেই প্রশ্ন হবে। যাতে ছাত্রছাত্রীরা কোনও সমস্যায় না পড়ে।
ইউজিসি–র নির্দেশিকায় ফাইনাল সেমেস্টারের পরীক্ষা ৩০ সেপ্টেম্বরের মধ্যে নেওয়ার কথা বলা হয়েছিল। সুপ্রিম কোর্টও রায়ে এই সময়সীমাই বহাল রেখেছে। এই সময়সীমা বাড়ানোর জন্য রাজ্যগুলিকে ইউজিসি–র কাছে আবেদন করতে বলা হয়েছে। উচ্চশিক্ষা দপ্তর সূত্রে খবর, শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির সঙ্গে উপাচার্যদের বৈঠকে ১ থেকে ১৮ অক্টোবরের মধ্যে পরীক্ষা এবং ৩১ আক্টোবরের মধ্যে ফল প্রকাশের সিদ্ধান্ত হয়। যা ইউজিসিকে চিঠি লিখে জানানো হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত ইউজিসি–র তরফে সম্মতি বা অসম্মতি জানিয়ে কোনও জবাব আসেনি। এই প্রেক্ষিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি জুটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, শিক্ষামন্ত্রী এবং দপ্তরের কাছে চিঠি দিয়ে কবে পরীক্ষা নেওয়া হবে তা ঠিক করার স্বাধীনতা বিশ্ববিদ্যালয়ের ওপর ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছে।
জিএম ইমরান হোসেন/ আইনিউজ
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক