শাবি প্রতিনিধি
আপডেট: ০০:৩২, ৬ সেপ্টেম্বর ২০২০
শাবির ‘চোখ ফিল্ম সোসাইটি’র ‘চোখ লাইভ সিরিজ’ আয়োজন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র বিষয়ক অন্যতম সংগঠন 'চোখ ফিল্ম সোসাইটি' এক ব্যতিক্রমী অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে। চলচ্চিত্র নির্মাণ, প্রদর্শনী, আলোচনা, সমালোচনা, বিশ্লেষণসহ বিভিন্ন আয়োজনের পর এবার ‘চোখ লাইভ সিরিজ’ নামক এক ‘ফেসবুক লাইভ আড্ডা’ আয়োজনের উদ্যোগ নিয়েছে সংগঠনটি।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানান, সংগঠনটির সভাপতি ফাহিম আল হৃদয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শাবির চোখ ফিল্ম সোসাইটি ও বাংলাদেশ ইনিশিয়েটিভ এর আয়োজনে করোনা-সংকটকালে প্রতি মাসেই একাধিকবার এ লাইভ-আড্ডা অনুষ্ঠিত হবে। যেখানে দেশ বিদেশের প্রথিতযশা চলচ্চিত্রকর্মী এবং চলচ্চিত্র সমালোচকরা অংশ নিবেন।
এরই ধারাবাহিকতায় আগামী শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টায় চোখ লাইভ সিরিজের প্রথম লাইভ আড্ডা অনুষ্ঠিত হবে। সংগঠনটির সাবেক সভাপতি তানভীর আহমেদ ক্লিয়ন এবং বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আকরাম হোসাইন এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সৌধ এর পরিচালক এবং কবি ও চলচ্চিত্র সমালোচক টি এম আহমেদ কায়সার। অনুষ্ঠানটির সমন্বয়ক হিসেবে থাকবেন সংগঠিটির সাবেক সভাপতি এবং সাংবাদিক ও চলচ্চিত্রকর্মী মুস্তফা মনওয়ার সুজন।
উল্লেখ্য, প্রগতিশীল চিন্তা-চেতনা, আন্তর্জাতিকতাবাদ, গভীর শিল্পবোধ, সমাজ-নির্মাণ-বিনির্মাণমুখি চলচ্চিত্র চর্চা বা বিপ্লবে ব্রতী হয়ে ১৯৯৬ সালের ২৯ আগস্ট ‘চোখ ফিল্ম সোসাইটি’র আত্মপ্রকাশ ঘটে। তারপর থেকে দেশীয় চলচ্চিত্র আন্দোলন, বিকল্পধারার চলচ্চিত্র প্রদর্শনী ও এসবের মধ্য দিয়ে শিল্প-সৌন্দর্যমুখি চলচ্চিত্রের বিপুল দর্শক তৈরিতে এ সংগঠনের রয়েছে এক গৌরবময় অতীত।
জিএম ইমরান হোসেন/আইনিউজ
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক