Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২০, ৬ সেপ্টেম্বর ২০২০

সিকৃবির অধ্যাপকের মৃত্যুতে শাবিপ্রবি উপাচার্যের শোক

অধ্যাপক ড. আবু বকর সিদ্দিক

অধ্যাপক ড. আবু বকর সিদ্দিক

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু বকর সিদ্দিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

রোববার (৬ সেপ্টেম্বর)  দুপুরে রেজিস্ট্রার দপ্তর থেকে প্রেরিত এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।

শোকবার্তায় জানানো হয়, গতকাল শনিবার রাত ১০টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু বকর সিদ্দিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে উপাচার্য মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

জিএম ইমরান হোসেন/আইনিউজ

Green Tea
সর্বশেষ