Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৭, ১০ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ২০:৪৮, ১০ সেপ্টেম্বর ২০২০

আইনিউজের আয়োজনে ‘ভোকাবুলারি’ ১ম পর্ব

ফাইল ফটো

ফাইল ফটো

আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ইংরেজি। ইংরেজিতে অভিজ্ঞতা ছাড়া ভালো কোন চাকরী কিংবা ভালো কোন প্রতিষ্ঠানে ভর্তি হওয়া সম্ভব। আর ইংরেজিতে ভালো করার একটি গুরুত্বপূর্ণ উপায় হলো ইরেজি ভোকাবুলারিতে ভালো করা। সে-লক্ষ্যকে সামনে রেখে আইনিউজের এই নিয়মিত আয়োজন। তো চলুন, আজকের প্রথম পর্বে-

১) বিদীর্ণ করা- lacerate  ২)ছিড়িয়া ফেলিতে সমর্থ-lacerative

৩)(আইনে) উপেক্ষা-laches  ৪)অশ্রুনিঃসারক-lachrymal 

৫)বন্ধরঞ্জু-lacing ৬)কপটভাবে চিন্তাশীল ও বিষণ্ন- lackadaisical

৭)হায়!- lack-a-day ৮)বার্ণিশ করা- lacker/lacquer

৯)নিষ্প্রভ- lack-luster ১০)অল্প কথায় অর্থপূর্ণ-laconic 

১১)স্তন্যদান-lactation ১২)দুগ্ধময়- lacteous 

১৩)দুগ্ধউৎপাদক-lactiferous ১৪)ফাঁক- lacuna 

১৫)বালক/ছোকরা- lad ১৬) সিঁড়ি বা মই- ladder 

১৭)ছোট ছেলে বা বালক-  laddie ১৮)(জাহাজে) মাল বোঝাই করা- lade

১৯) ভারাক্রান্ত-laden ২০)হাতা-ladle

২১)ঢেঁড়স- lady’s finger ২২)সম্ভ্রান্ত মহিলার পরিচারিকা বা সাথী-lady’s maid  

২৩)গুবরে পোকা বিশেষ-  ladybird ২৪)সুন্দরি বিলাতি ফার্নগাছবিশেষ- ladyfern 

২৫)আচরণে ভদ্র মহিলার মত-lady like ২৬)প্রেয়সী-lady-love 

২৭)সম্ভ্রান্ত মহিলার উপাধি- ladyship ২৮)উপহ্রদ- lagoon 

২৯)বন্যপশুর বাসস্থান-lair ৩০)ক্ষুদ্র হ্রদ-lackelet

৩১)মেষশাবক-lamb ৩২)lament- বিলাপ করা 

৩৩)শোকাবহ- lamentable ৩৪)বিলাপ-lamentation 

৩৫)বিদ্রুপাত্মক প্রবন্ধ লেখক- lampooner ৩৬)বল্লম- lance

৩৭)স্থল-বায়ু- land-breeze ৩৮)জমিদার-landholder

৩৯)অবতরন- landing ৪০)ভূ-স্বামী-landlord

৪১)স্থলভাগের দৃশ্য- landscape ৪২)স্থল বায়ু-landwine

৪৪)স্থলাভিমুখে- landward ৪৫)গলি-lane

৪৬)দুর্বল- languid ৪৭)অবসাদ- languishment 

৪৮)ক্লান্তি-languor ৪৯)লিকলিকে- lank 

৫০)লম্বা ও রোগা- lanky ৫১)লেহন করা বা জিহ্বা দ্বারা চাটা- lap

৫২)জহুরি বা মণি-ব্যবসায়ী- lapidary ৫৩)মুচির চামড়া পেটা পাথর-lapstone

৫৪)ছুরি- larceny ৫৫)উদারচেতা- large-minded

৫৬)বাগযন্ত্র-larynx ৫৭)কামুক-lascivious

৫৮)কশাঘাত-lashing ৫৯)ক্লান্তি-lassitude

৬০)অবশেষে-lastly ৬১)সুপ্তবস্থা-latency

৬২)গুপ্ত-  latent ৬৩)সাবানের ফেনা- lateral 

৬৪)ধর্মমত সম্বন্ধে উদার-latitudinarian ৬৫)প্রশংসনীয়-laudable 

৬৬)সুখ্যাতি- laudation ৬৭)ইস্ত্রি করা-launder 

৬৮)ধোপা- launderer ৬৯)ধোপানী- laundress  

৭০)রাজকবি-laureate ৭১)পায়খানা- lavatory  

৭২)সুগন্ধি বৃক্ষবিশেষ- lavatory ৭৩)আইন অমান্যকারী-law-abiding

৭৪)ব্যবস্থাপক/আইনকর্তা- lawgiver ৭৫)ছোট করিয়া ঘাসে ঢাকা জমি-lawn

৭৬)ঘাসকাটা যন্ত্র- lawn-mower ৭৭)মকদ্দমা-  lawsuit

৭৮)শায়িত করা- lay ৭৯) উন্মুক্ত তৃণক্ষেত্র- lea ৮০) নিষ্টুর-leaden-hearted. 

জিএম ইমরান/ আইনিউজ 

Green Tea
সর্বশেষ