Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪০, ১১ সেপ্টেম্বর ২০২০

মুজিববর্ষে শাবি ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি 

শাবি ছাত্রলীগের নেতাকর্মীরা। ছবি: আইনিউজ

শাবি ছাত্রলীগের নেতাকর্মীরা। ছবি: আইনিউজ

মুজিববর্ষ উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা। এ উপলক্ষ্যে সংগঠনটির নেতাকর্মীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফলজ ও ভেষজসহ বিভিন্ন বৃক্ষের চারা রোপণ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে আজ (শুক্রবার) বিকাল ৫ টায় তারা এ উদ্যোগ নেন বলে জানান, সংগঠনটির পরিবেশ বিষয়ক সম্পাদক মো. খলিলুর রহমান। কর্মসূচি শেষে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য টিকিয়ে রাখতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে আমরা শাবিপ্রবি ছাত্রলীগের নেতাকর্মীরা বৃক্ষরোপণ করেছি। 

এসময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সামাজিক বিজ্ঞান অনুষদের সহ-সভাপতি মো. মামুন শাহ, উপ-দপ্তর বিষয়ক সম্পাদক সজিবুর রহমান, উপ-ত্রান ও দুর্যোগ-বিষয়ক সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী, সদস্য আশরাফ কামাল আরিফ, সদস্য আব্দুল্লাহ আল রোমান, সদস্য মাজেদুর রহমান।

এছাড়া, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম, আব্দুল্লাহ আল নোমান, নাজমুল অভি,ছাত্রলীগ নেতা তারেক হালিমী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি শিহাব উদ্দিন আহমেদ, ফলিত বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের সভাপতি সাদ্দাম হোসেন লিখন, সমাজিক বিজ্ঞান অনুষদের সহ-সভাপতি আমিরুল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের সাধারন-সম্পাদক মাহমুদুল হাসান, সামাজিক বিজ্ঞান অনুষদের যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন মিয়া, ফিজিকাল সাইন্স অনুষদের যুগ্ম-আহ্বায়ক আনাস তাসফিক, সমুদ্রবিজ্ঞান বিভাগের সভাপতি সানজিদ চৌধুরী তন্ময়, ফলিত বিজ্ঞান অনুষদের সাধারণ-সম্পাদক সবুজ মিয়া, ইংরেজি বিভাগের যুগ্ম-সাধারণ সম্পাদক আদিল আহমেদ, ব্যবসায় প্রশাসন বিভাগের যুগ্ম-সাধারণ সম্পাদক রুদ্র, সজল ভূঁইয়া, লিমন তালুকদার, আতাহার সানিসহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জিএম ইমরান হোসেন/ শাবি প্রতিনিধি/ আইনিউজ

Green Tea
সর্বশেষ