নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০:৫৩, ১৬ সেপ্টেম্বর ২০২০
‘মেডিকেল ফিজিসিস্ট’ অ্যাওয়ার্ড পেলেন গবি অধ্যাপক ড. অনুপমা

অধ্যাপক ড. হাসিন অনুপমা আজহারী
প্রথম বাংলাদেশি হিসেবে 'মেডিকেল ফিজিসিস্ট' সম্মাননায় ভূষিত হয়েছেন সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) অধ্যাপক ড. হাসিন অনুপমা আজহারী। ২০ বছর ধরে এশিয়া-ওশেনিয়া অঞ্চলে মেডিকেল পদার্থ বিজ্ঞানের শিক্ষা, পেশাদার বিকাশ, গবেষণায় অসাধারণ প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা লাভ করেন।
বুধবার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন ড. অনুপমা। এশিয়া-ওশেনিয়া ফেডারেশন অব অর্গানাইজেশন ফর মেডিকেল ফিজিক্স (এএফওএমপি) এর ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২১ জনকে সম্মাননা দেয়া হয়। এর মধ্যে অধ্যাপক ড. হাসিন অনুপমা আজহারী রয়েছেন।
ড. অনুপমা বলেন, মেডিকেল পদার্থ বিজ্ঞানের শিক্ষা, পেশাদার বিকাশ, গবেষণায় এশিয়া-ওশেনিয়া অঞ্চলের দেশগুলোতে যারা ভালো কাজ করছে, তাদের দেশের মেডিকেল ফিজিক্স সোসাইটি বা অ্যাসোসিয়েশনের কাছে নাম আহ্বান করা হয়। সেখানে বাংলাদেশের সোসাইটি থেকে আমার নাম পাঠানো হয়। এরপর প্রায় দুই মাস বিভিন্ন ক্যাটাগরিতে মূল্যায়ন করে নির্বাচিতদের নাম প্রকাশ করা হয়েছে।
এএফওএমপি’র তথ্যানুযায়ী, মনোনীতরা এশিয়া-ওশেনিয়া অঞ্চলে বৈজ্ঞানিক জ্ঞানের প্রচার, বৈজ্ঞানিক কার্যক্রম সংগঠিত করাসহ বিজ্ঞানের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেন। একইসঙ্গে তারা নিজের দেশ, জাতীয় মেডিকেল পদার্থবিদ সংস্থা এবং এএফওএমপিতে কাজ করেন। ফলে পেশা এবং সোসাইটির ব্যাপক উন্নয়ন সাধিত হয়।
এই সম্মাননার জন্য বিভিন্ন দেশের ১৪টি সংস্থা থেকে মোট ৩৬ জনের নাম পাঠানো হয়। প্রাপ্ত সব প্রার্থীকে চারটি বিভাগের অধীনে ৫০ পয়েন্ট স্কেলসহ মোট ২০০ পয়েন্টের মাঝে মূল্যায়ন করা হয়। অ্যাওয়ার্ড অ্যান্ড ডিনস কমিটি (এএইচসি) স্বাধীনভাবে বিচারকার্য পরিচালনা করেন। এতে জাপান ও কোরিয়া থেকে চার জন, ভারত ও মালয়েশিয়া থেকে দুই জন, হংকং, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, তাইপে, ইরান, ফিলিপাইন, চীন, থাইল্যান্ড ও বাংলাদেশ থেকে ১ জন এ স্বীকৃতি লাভ করেন।
অধ্যাপক ড. হাসিন অনুপমা আজহারী বাংলাদেশের প্রথম নারী ফিজিসিস্ট। তিনি সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ভৌত ও গাণিতিক বিজ্ঞান অনুষদের ডীন ও মেডিকেল ফিজিক্স অ্যান্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। মেডিকেল ফিজিক্সে বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে তিনি আইডিএমপি সম্মাননা লাভ করেন।
আইনিউজ/এসডিপি
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক