Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০২, ১৯ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৯:৪১, ১৯ সেপ্টেম্বর ২০২০

শাবিপ্রবি বন্ধুসভার ‘গল্প লেখা’ প্রতিযোগিতার ফল প্রকাশ

`গল্প লেখা` প্রতিযোগিতার সেরা তিন বিজয়ী

`গল্প লেখা` প্রতিযোগিতার সেরা তিন বিজয়ী

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার আয়োজনে 'গল্প লেখা' প্রতিযোগিতা ২০২০ এর ফলাফল প্রকাশিত হয়েছে।

প্রকাশিত 'গল্প লেখা' প্রতিযোগিতায় সেরা তিন বিজয়ী হলেন, ১ম- জাহিদ হাসান (ঢাবি), ২য়- হিমেল সরকার (চবি), ৩য়- আফরোজ জাহান বিথী (শাবিপ্রবি)।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান সংগঠনটির সাধারণ সম্পাদক খন্দকার তানিম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ আগস্ট হতে ৩০ আগস্ট পর্যন্ত 'গল্প লেখা' সংগ্রহ করে শাবিপ্রবি বন্ধুসভার 'গল্প লেখা প্রতিযোগিতা-২০২০' এর বাস্তবায়ন কমিটি। আর এ প্রতিযোগিতার ফলাফল আজ শনিবার দুপুর আড়াইটায় শাবিপ্রবি বন্ধুসভার অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশ করা হয়।

প্রতিযোগিতায় অন্যান্যদের মধ্যে- চতুর্থ থেকে দশম স্থান অর্জন করেছেন যথাক্রমে সাদিয়া জান্নাত ইভা (শাবিপ্রবি), হুমায়ুন কবির রিফাত (শাবিপ্রবি), ওয়াজিদ হোসেন(ঢাবি), মাইদুল ইসলাম মুরাদ (শাবিপ্রবি), সৌরভ শেখ (ইবি), ফাহাদ হোসেন ফাহিম (বাকৃবি), মো. সাব্বির (নটরডেম কলেজ,ঢাকা)।

উল্লেখ্য, সেরা তিন বিজয়ীদের বই এবং চতুর্থ থেকে দশম স্থান অধিকারীদের ১ জিবি ইন্টারনেট খরচ বাবদ পঞ্চাশ টাকা উপহারসহ সকলের ছবির পোস্টার শাবিপ্রবি বন্ধুসভার ফেসবুক পেইজে প্রকাশিত হবে।

জিএম ইমরান হোসেন/ শাবিপ্রবি/ আইনিউজ

Green Tea
সর্বশেষ