শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ১৪:৩২, ২৪ সেপ্টেম্বর ২০২০
রেজিস্ট্রারকে উপাচার্যের দায়িত্ব দেওয়ায় শাবিতে প্রতিবাদ

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্ব প্রদানের প্রতিবাদ জানিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রাশেদ তালুকদার ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জহির বিন আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করবেন একজন প্রথিতযশা শিক্ষাবিদ যিনি তার দক্ষ নেতৃত্বে জ্ঞান সৃজন ও বিতরণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে কাঙ্ক্ষিত উচ্চতায় নিয়ে যেতে পারবেন। উপাচার্য পদে একজন প্রশাসনিক কর্মকর্তাকে নিয়োগ বিশ্ববিদ্যালয়ের ধারণা ও স্বায়ত্তশাসনের সাথে সম্পূর্ণ অসংগতিপূর্ণ ও সাংঘর্ষিক।
বিজ্ঞপ্তিতে এমন অনাকাঙ্ক্ষিত ও অনুপযুক্ত নিয়োগের আদেশ অনতিবিলম্বে প্রত্যাহার করে একজন স্বনামধন্য শিক্ষাবিদকে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ প্রদানের দাবি জানান শাবি শিক্ষক সমিতি।
উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ গত ২০ সেপ্টেম্বর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন প্রশাসনিক কর্মকর্তাকে (রেজিস্ট্রার) উপাচার্যের রুটিন দায়িত্ব পালনের বিষয়ে পরিপত্র জারি করে।
জিএম ইমরান হোসেন/ শাবি প্রতিনিধি / আইনিউজ
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক